বিএসএফের গুলিতে নিহত হবার ছয় দিন পর বাংলাদেশির মরদেহ হস্তান্তর
![]()
নিউজ ডেস্ক
চুয়াডাঙ্গার দামুড়হুদার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি ইব্রাহিম বাবুর মরদেহ ছয় দিন পর ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।
মঙ্গলবার (৮ জুলাই) রাত ৯টার দিকে দর্শনা সীমান্তের ৭৬ নম্বর পিলারের কাছে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হয়।
বিজিবি-৬ ব্যাটালিয়নের দর্শনা কোম্পানি কমান্ডার ও বিএসএফের ৩২ ব্যাটালিয়নের গেদে কোম্পানি কমান্ডেন্টের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর থানা পুলিশ মরদেহটি চুয়াডাঙ্গার দর্শনা থানার কাছে হস্তান্তর করে।
বিজিবি জানায়, গত ২ জুলাই ইব্রাহিম বাবু বিএসএফের গুলিতে নিহত হন এবং তার মরদেহ ভারতের অভ্যন্তরে একটি হাসপাতালে রাখা হয়। এরপর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মরদেহ ফেরতের জন্য পতাকা বৈঠকের অনুরোধ জানানো হয়। ছয় দিন পর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মরদেহ ফেরত দেওয়া হয়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ তিতুমীর জানান, মরদেহ বুঝে নিয়ে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন- বিজিবি-৬ এর উপ-অধিনায়ক মেজর আসিফ মাহমুদ ও বিএসএফ ৩২ ব্যাটালিয়নের কমান্ডেন্ট শ্রী সুজিত কুমার।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।