ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে বুধবার (৯ জুলাই) ভারতীয় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় বিমানের দুই পাইলটই নিহত হয়েছেন। খবর এপি।

ভারতীয় বিমান বাহিনী ‘এক্স’ (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে ছিল। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্ঘটনাটি রাজস্থান রাজ্যের চুরু শহরের কাছে ঘটেছে। যদিও বিমান বাহিনী বিধ্বস্ত বিমানটির মডেল শনাক্ত করেনি, তবে একজন সামরিক পাইলট নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এটি একটি দুই-সিটের জাগুয়ার যুদ্ধবিমান ছিল। দুর্ঘটনাস্থলের ছবিগুলোতে কৃষি জমিতে বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে।

বুধবারের এই দুর্ঘটনা ভারতীয় বিমান বাহিনীর জন্য চলতি বছরের একটি ধারাবাহিকতার অংশ। এর আগে এ বছর নিয়মিত প্রশিক্ষণের সময় আরও দুটি জাগুয়ার এবং একটি মিরাজ ২০০০ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।