সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
 
                 
নিউজ ডেস্ক
কেক কাটা, ফুলেল শুভেচ্ছা ও প্রীতিভোজসহ নানা আয়োজনে খাগড়াছড়িতে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
আজ দুপুরে গুইমারা রিজিয়ন সদর দপ্তরে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথিরা একে একে উপস্থিত হয়ে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম শামসুদ্দিন রানাকে ফুলেল শুভেচ্ছা ও উপহার তুলে দেন।
পরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে রিজিয়ন কমান্ডার কেক কেটে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সূচনা করেন।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ, ডিজিএফআই’র ডেট কমান্ডার কর্নেল মো: আতিকুর রহমান, লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল মো: তাজুল ইসলাম, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্নেল ইব্রাহিম আধহানী, রামগড় জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল ইসমাইল সামস আজিজি, জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মন্জুরুল আলম এবং গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আকতার।
এছাড়াও সেনাবাহিনী ও বিজিবির পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনীতিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে গুইমারা রিজিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
