মিয়ানমারে বৌদ্ধ মঠে জান্তার বিমান হামলায় নিহত ২৩

মিয়ানমারে বৌদ্ধ মঠে জান্তার বিমান হামলায় নিহত ২৩

মিয়ানমারে বৌদ্ধ মঠে জান্তার বিমান হামলায় নিহত ২৩
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিয়ানমারের সাগাইং অঞ্চলের একটি বৌদ্ধ মঠে বিমান হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছে।

লিন তা লু গ্রামে রাতভর চলা এই হামলায় ৩০ জন আহত হয়েছে, যাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রের বরাতে টেলিগ্রাফ লিখেছে, কয়েক সপ্তাহ ধরে চলা সংঘর্ষ থেকে বাঁচতে আশপাশের গ্রাম থেকে দেড় শতাধিক মানুষ মঠটিতে আশ্রয় নিয়েছিলেন।

বিদ্রোহী গোষ্ঠীর এক সদস্য সংবাদমাধ্যমকে জানান, জঙ্গিবিমান রাত ১টার দিকে গ্রামের মঠের একটি ভবনে বোমা ফেলার পর ৪ শিশুসহ ২৩ বেসামরিক নাগরিক নিহত হন।

নিহতের সংখ্যা ৩০ হতে পারে বলে জানিয়েছে মিয়ানমারের স্বাধীন সংবাদমাধ্যম ডেমোক্রেটিক ভয়েজ অব বার্মা। তবে এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি দ্য টেলিগ্রাফ।

দেশটির সামরিক বাহিনী এই হামলা নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।