রাজধানীর খিলক্ষেত ও উত্তরায় চাঁদাবাজবিরোধী যৌথ অভিযান, গ্রেফতার ৮
 
                 
নিউজ ডেস্ক
রাজধানী ঢাকার চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে একাধিক যৌথ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে খিলক্ষেত ও উত্তরা এলাকা থেকে মোট ৮ জন চিহ্নিত চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার রাত ৮টার দিকে খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২ এলাকায় পরিচালিত অভিযানে চাঁদা আদায়ের টাকা সহ মো. ইসমাইল হোসেন বাবু ও তার সহযোগী শেখ সাইফুলকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এদিকে বিকেল ৩টায় উত্তরা ১০ নম্বর সেক্টর সংলগ্ন স্লুইস গেট এলাকায় আরেকটি পৃথক অভিযানে চাঁদাবাজির অভিযোগে মো. মিলন ও তার পাঁচ সহযোগী মো. সেলিম রানা, মো. সাইদুল ইসলাম, মো. কাজিম উদ্দিন, মো. আব্দুর রহিম মান্নান ও মো. রিপনকে আটক করা হয়।
অভিযানে জব্দ করা হয়েছে চাঁদাবাজির নগদ টাকা ও কিছু সরঞ্জাম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট ইউনিট এবং স্থানীয় থানা পুলিশ অভিযানে সহায়তা করে।
প্রসঙ্গত, রাজধানীতে বেড়ে ওঠা সন্ত্রাস ও চাঁদাবাজির শিকড় উপড়ে ফেলতে সেনাবাহিনীর নেতৃত্বে চলমান এই ধরনের অভিযানে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
