খাগড়াছড়িতে এনসিপির দুই নেতার পাল্টাপাল্টি জিডি, উত্তপ্ত দলীয় রাজনীতি

খাগড়াছড়িতে এনসিপির দুই নেতার পাল্টাপাল্টি জিডি, উত্তপ্ত দলীয় রাজনীতি

খাগড়াছড়িতে এনসিপির দুই নেতার পাল্টাপাল্টি জিডি, উত্তপ্ত দলীয় রাজনীতি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দুই শীর্ষ নেতার মধ্যে দ্বন্দ্বের জেরে খাগড়াছড়িতে পাল্টাপাল্টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। দলটির দক্ষিণাঞ্চল সংগঠক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মনজিলা সুলতানা ঝুমা এবং এনসিপির গুইমারা উপজেলা শাখার প্রধান সমন্বয়ক ও জেলা যুগ্ম সমন্বয়ক মো. রাসেল শেখ একে-অপরের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে জিডি করেন।

ঘটনার সূত্রপাত গত ১২ জুলাই খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে। সেখানে মো. রাসেল শেখ এনসিপির কেন্দ্রীয় নেত্রী মনজিলা ঝুমার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, পার্বত্য জেলা পরিষদের আওতাধীন গুইমারা বাজারের ইজারার লাভ্যাংশ, প্রায় এক কোটি ৬০ লাখ টাকার কাজ এবং খাদ্যশস্য আত্মসাৎ করেছেন মনজিলা ঝুমা। সংবাদ সম্মেলনের পর থেকেই তিনি হুমকি ও মানসিক চাপে রয়েছেন বলে ১৩ জুলাই থানায় দায়ের করা জিডিতে উল্লেখ করেন রাসেল শেখ।

খাগড়াছড়িতে এনসিপির দুই নেতার পাল্টাপাল্টি জিডি, উত্তপ্ত দলীয় রাজনীতি

অন্যদিকে, মনজিলা ঝুমা তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও সম্মানহানিকর’ বলে দাবি করে সেই রাতেই পাল্টা জিডি করেন। তিনি অভিযোগ করেন, রাসেল শেখ তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘কন্যা ভুল করিস না…’, ‘ধীরে ধীরে বিশ্বাস হারিয়ে ফেলছি’, ‘বয়কট’ ইত্যাদি মন্তব্যসহ একাধিক কুরুচিপূর্ণ পোস্ট দিয়ে তার মানহানি ঘটানোর চেষ্টা করছেন। এসব পোস্টের নিচে একাধিক নেতিবাচক মন্তব্য করা হয় এবং বিভিন্ন ফেসবুক আইডি থেকে তাকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলেও জিডিতে উল্লেখ রয়েছে।

দুই পক্ষই একে অপরকে হেয় প্রতিপন্ন ও রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টার অভিযোগ করছেন। পরিস্থিতি রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি করেছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, উভয় পক্ষ থানায় পৃথক জিডি করেছেন। অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, এনসিপির অভ্যন্তরীণ কোন্দল এখন প্রকাশ্যে চলে এসেছে, যা দলটির মাঠপর্যায়ের সংগঠনেও প্রভাব ফেলতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed