বান্দরবানে সহিংসতার পথ ছেড়ে আত্মসমর্পণকারী কেএনএফ সদস্যদের পাশে দাঁড়ালো সেনাবাহিনী

বান্দরবানে সহিংসতার পথ ছেড়ে আত্মসমর্পণকারী কেএনএফ সদস্যদের পাশে দাঁড়ালো সেনাবাহিনী

বান্দরবানে সহিংসতার পথ ছেড়ে আত্মসমর্পণকারী কেএনএফ সদস্যদের পাশে দাঁড়ালো সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে চলমান সশস্ত্র সহিংসতার অবসান ঘটিয়ে যাঁরা মূলস্রোতে ফিরে এসেছেন, সেই সাবেক কেএনএফ (কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট) সদস্যদের পরিবারের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ শুক্রবার বান্দরবান সেনা জোনের মাল্টিপারপাস শেডে এক মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে আত্মসমর্পণকারী পরিবারগুলোর হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

বান্দরবানে সহিংসতার পথ ছেড়ে আত্মসমর্পণকারী কেএনএফ সদস্যদের পাশে দাঁড়ালো সেনাবাহিনী

এই সহায়তা কার্যক্রমের আওতায় প্রতিটি পরিবার পেয়েছে ৫০ কেজি চাল, ৫ কেজি ভোজ্যতেল, ৫ কেজি ডাল, ৫ কেজি আলু, ৫ কেজি পেঁয়াজ ও ৫ কেজি লবণ।

সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি’র সার্বিক তত্ত্বাবধানে এবং বান্দরবান সেনা জোনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম মাহমুদুল হাসান।

বান্দরবানে সহিংসতার পথ ছেড়ে আত্মসমর্পণকারী কেএনএফ সদস্যদের পাশে দাঁড়ালো সেনাবাহিনী

এসময় তিনি বলেন, “শান্তি ও উন্নয়নের পথে চলতে হলে দরকার পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্মানবোধ। যারা সশস্ত্র পথ ছেড়ে সমাজে ফিরে আসার সাহসিকতা দেখিয়েছেন, তারা শুধু নিজেদের জন্য নয়, এই অঞ্চলের ভবিষ্যতের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছেন।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাহাড়ের মানুষের পাশে আছে। এই সহায়তা শুধু খাদ্যসামগ্রী নয়, এটি একটি বার্তা — আপনারা একা নন, আমরা একসাথে আছি। এভাবেই আমরা পাহাড়ে টেকসই শান্তির ভিত্তি গড়ে তুলতে পারি।”

বান্দরবানে সহিংসতার পথ ছেড়ে আত্মসমর্পণকারী কেএনএফ সদস্যদের পাশে দাঁড়ালো সেনাবাহিনী

অনুষ্ঠানটি পরিচালনা করেন জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন আদনান ফারাবি। এতে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জোন উপ-অধিনায়ক এস এম আনিসুজ্জামান উদয়, সেনা কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং সহায়তা পাওয়া পরিবারের সদস্যরা।

সাহায্যপ্রাপ্ত আত্মসমর্পণকারী পরিবারের প্রতিনিধিরা বলেন, সেনাবাহিনীর এই সহযোগিতা শুধু তাদের খাদ্যসংকট মেটায়নি বরং তাদের নতুন জীবন শুরুর শক্তি যুগিয়েছে। তারা ভবিষ্যতে সেনাবাহিনীর সঙ্গে একযোগে শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বান্দরবানে সহিংসতার পথ ছেড়ে আত্মসমর্পণকারী কেএনএফ সদস্যদের পাশে দাঁড়ালো সেনাবাহিনী

প্রসঙ্গত, সেনাবাহিনীর এই ধরনের উদ্যোগ পাহাড়ে সমাজিক পুনর্মিলন ও সুশাসনের পথকে আরও সুদৃঢ় করছে। দীর্ঘদিন ধরে সশস্ত্র সহিংসতায় জর্জরিত অঞ্চলটিতে এমন মানবিক সহায়তা আত্মসমর্পণ ও পুনর্বাসন প্রক্রিয়াকে গতি দেবে বলেই মনে করছে সচেতন মহল।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।