সীমান্তে মাইন বিস্ফোরণে আহত চার বাংলাদেশিকে বিজিবির আর্থিক সহায়তা

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত চার বাংলাদেশিকে বিজিবির আর্থিক সহায়তা

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত চার বাংলাদেশিকে বিজিবির আর্থিক সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্যরেখায় আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আহত ব্যক্তিদের আর্থিক সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৮ জুলাই) সকালে আহত চারজনকে এ সহায়তা দেয়া হয় বলে জানিয়েছেন কক্সবাজার ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম।

সহায়তা পাওয়া ব্যক্তিরা হলেন; বান্দরবানের তুমব্রু ফকিরাঘোনার মো. হাবিবুর রহমানের ছেলে মো. সোনা মিয়া (১৮), তুমব্রু হাসপাতাল পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে মো. আবু তাহের (২৮), কক্সবাজারের উখিয়া উপজেলার তুলাতলী গ্রামের মো. এস আলমের ছেলে মো. করিম হোসেন (২০) ও একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে মো. মনছুর আলম (৩০)।

লেঃ কর্নেল এস এম খায়রুল আলম জানান, ৩৪ বিজিবির আওতাধীন সীমান্তে শূন্য লাইন এলাকায় প্রতিপক্ষ আরাকান আর্মি বা জান্তা বাহিনী মাইন পুঁতে রেখেছে। ওই এলাকায় বসবাস করা বাংলাদেশি নাগরিকরা জমিতে চাষাবাদ, গরু চরানো, বাঁশ ও লাকড়ি সংগ্রহের জন্য গেলে এসব মাইন বিস্ফোরণে অনেকেই আহত হন।

তিনি জানান, গত ছয় মাসে ৩৪ বিজিবির আওতাধীন সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি চার নাগরিক আহত হয়েছেন। এ অবস্থায় বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় প্রথম পর্যায়ে চারজনকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। এরপরও তাদের ধাপে ধাপে আরও সহায়তা করা হবে।

৩৪ বিজিবির অধিনায়ক বলেন, বাংলাদেশি বাসিন্দাদের শূন্যরেখা বা কাঁটাতারের বেড়া পেরিয়ে মিয়ানমারে না যেতে বারবার বলা হচ্ছে। সচেতনও করা হচ্ছে বিজিবির পক্ষ থেকে। এটা সীমান্তের বাসিন্দাদের অবশ্যই মেনে চলতে হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।