মণিপুরে আসাম রাইফেলসের অভিযানে বিপুল পরিমাণ আফিম ও মিয়ানমারের মুদ্রা উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আফিম, ভারতীয় রুপি ও মিয়ানমারের কিয়াত উদ্ধার করেছে আসাম রাইফেলস। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় ২ কোটি ৫২ লাখ টাকা বলে জানিয়েছে বাহিনীটি।
রোববার (১৬ জুলাই) আসাম রাইফেলস এক বিবৃতিতে জানায়, সজিক তাম্পাক চেকপোস্টের কাছে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহভাজনরা দুটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে সেগুলো তল্লাশি করে ৫০ দশমিক ৫ কেজি আফিম, ২ লাখ ভারতীয় রুপি এবং ১ কোটি ২৪ লাখ মিয়ানমার কিয়াত উদ্ধার করা হয়।
আসাম রাইফেলস জানিয়েছে, উদ্ধারকৃত মাদক ও অর্থ চান্দেল জেলার চাকপিকারং থানার কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ এখন বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিচ্ছে।
প্রসঙ্গত, মণিপুর সীমান্ত এলাকা দিয়ে মাদক ও অস্ত্র পাচারের হুমকি বেড়েই চলেছে। সীমান্তঘেঁষা চান্দেল জেলার অবস্থান মাদকচক্রের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।