রোহিঙ্গাদের রেশন মিয়ানমারে চোরাচালান: টেকনাফে গুদামে অভিযান, আটক ১
![]()
নিউজ ডেস্ক
বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) থেকে সরবরাহকৃত রোহিঙ্গাদের রেশন সামগ্রী চোরাচালানের সময় কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় একটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রেশন মালামালসহ এক পাচারকারীকে আটক করেছে যৌথ টহল দল। অভিযানে একটি পিকআপ ভ্যানসহ চাল, ডাল, তেল, চিনি, আটা, সাবানসহ বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তির নাম মো. ফারুক (২৭)। তিনি হোয়াইক্যং উনচিপ্রাং রাইক্ষ্যং এলাকার বাসিন্দা। সোমবার (২১ জুলাই) বিকালে চালানো এই অভিযানে গুদামের পাশে যৌথ টহল দলের উপস্থিতি টের পেয়ে কয়েকজন শ্রমিক পালিয়ে যায়। এরপর সন্দেহভাজন একটি পিকআপ গাড়ি আটক করা হয় এবং পরে গুদামে অভিযান চালিয়ে রোহিঙ্গাদের বরাদ্দকৃত বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী জব্দ করা হয়।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে—চাল ২,১৫০ কেজি, আটা ১,৫২০ কেজি, ডাল ৫৫০ কেজি, চিনি ৭৫০ কেজি, পেঁয়াজ ৩২০ কেজি, তেল ১৭০ লিটার, হলুদ ৬০০ কেজি, সাবান ৭,৫০০ পিস, ব্যাটারি ১০ পিস (১২ ও ৬ ভোল্ট), এবং একটি বস্তা সেলাই মেশিন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ফারুক জানিয়েছেন, উক্ত গুদামে রোহিঙ্গাদের জন্য বরাদ্দকৃত খাদ্যসামগ্রী গোপনে মজুত রাখা হতো, পরে সেগুলোর মোড়ক পাল্টে পুনরায় WFP’র স্থানীয় ডিলারদের নিকট সরবরাহ করা হতো। একই সঙ্গে কিছু মালামাল সীমান্ত পেরিয়ে মায়ানমারেও পাচার করা হতো।
এছাড়া জানা গেছে, উনচিপ্রাং ইউনিয়নের রইক্ষ্যং ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সহ-সভাপতির প্রত্যক্ষ মদদে এই গোডাউনটি পরিচালিত হতো এবং ক্যাম্প ২২-এর রোহিঙ্গা ব্যবসায়ী মনু মাঝিসহ কয়েকজন রোহিঙ্গা এই চক্রের সঙ্গে জড়িত। আটক ফারুকসহ জব্দকৃত মালামাল হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে টেকনাফ ও উখিয়া অঞ্চলে রোহিঙ্গা রেশন চোরাচালান একটি সংঘবদ্ধ চক্রের নিয়ন্ত্রণে চলছে বলে একাধিক সূত্রে অভিযোগ উঠেছে। এবার তা প্রমাণসহ ধরা পড়ায় তদন্ত ও নজরদারি আরও জোরদারের দাবি উঠেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।