উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত: উদ্ধার তৎপরতায় বাধা, ১৪ সেনাসদস্য আহত
![]()
নিউজ ডেস্ক
রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধার কার্যক্রম পরিচালনাকালে জনতার ভিড় ও বিশৃঙ্খলার কারণে অনভিপ্রেত ঘটনার সৃষ্টি হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এতে আহত হয়েছেন সেনাবাহিনীর ১৪ জন সদস্য, যাদের বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে উপস্থিত নিরীহ নারী ও শিশুসহ কয়েকজন নাগরিক হতাহত হন। দুর্ঘটনার পরপরই সেনাবাহিনীর নিকটবর্তী ক্যাম্প থেকে সদস্যরা দ্রুত ছুটে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসসহ অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয়ে আহতদের দ্রুত চিকিৎসা সহায়তা পৌঁছানোর চেষ্টা করা হয়।
তবে সেনাবাহিনীর দাবি, ঘটনাস্থলে বিপুলসংখ্যক উৎসুক জনতার ভিড় উদ্ধার তৎপরতায় মারাত্মক বাধার সৃষ্টি করে। বহুবার অনুরোধ করার পরও লোকজন এলাকা ত্যাগ না করায় আহতদের দ্রুত হাসপাতালে পাঠাতে বিলম্ব ঘটে এবং প্রাণহানির ঝুঁকি বেড়ে যায়। সেনাসদস্য ও মাইলস্টোন স্কুলের স্বেচ্ছাসেবকরা পরিস্থিতি সামাল দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেন।
বিকেলের দিকে, বারবার অনুরোধ সত্ত্বেও জনতা সরে না যাওয়ায় উদ্ধার কার্যক্রমে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এতে সেনাসদস্যদের সঙ্গে কিছু জনতার ভুল বোঝাবুঝি ও বাদানুবাদ হয়, যা এক পর্যায়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার রূপ নেয়। এ নিয়ে সেনাবাহিনী ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং ঘটনার সঙ্গে কেউ দায়ী থাকলে তাদের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।
উল্লেখ্য, সেনাবাহিনী এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুনরায় আশ্বস্ত করেছে যে, তারা সবসময় পেশাদারিত্ব ও দায়িত্ববোধের সঙ্গে দেশের মানুষের পাশে থেকে কর্তব্য পালন করে যাবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।