বাংলাদেশ বিমান বাহিনী ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ বিমান বাহিনী ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ বিমান বাহিনী ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সর্বাত্মক সহযোগিতা ও পারস্পরিক সমন্বয় নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি বিমান বাহিনী ঘাঁটি বাশারের ফ্যালকন হলে অনুষ্ঠিত হয়।

সমন্বয় সভায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ মো: জিয়াউল আলমের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলে আরও ছিলেন উপাধ্যক্ষ লুৎফুন্নিসা লোপা, আল আমিন, খাদিজা আক্তার, লেফটেন্যান্ট কর্নেল (অব.) জাহিদ, ক্যাপ্টেন (অব.) জাহাঙ্গীর, বিএন, মাসলি আলম ও রুফাত আলম।

বাংলাদেশ বিমান বাহিনী ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত

সভায় সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটে ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানিয়ে বাংলাদেশ বিমান বাহিনী সর্বাত্মক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। বিমান বাহিনী জানায়, প্রতিষ্ঠানটি সবসময় দেশের মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্ববোধ বজায় রেখে সহযোগিতার ধারা অব্যাহত রাখবে।

উল্লেখ্য, এই ধরনের সমন্বয় সভা শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় সংস্থাগুলোর মধ্যে বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।