সাজেক সড়কে পাহাড় ধস, সেনাবাহিনী-বিজিবির তৎপরতায় যান চলাচল স্বাভাবিক
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে বৃহস্পতিবার গভীর রাতে পাহাড় ধসের কারণে প্রায় ১৮ ঘণ্টা বন্ধ থাকা সড়ক যোগাযোগ আবার স্বাভাবিক হয়েছে। বুধবার (২৪ জুলাই) টানা বর্ষণে নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পক নগর এলাকায় পাহাড়ি মাটি, পাথর ও গাছপালা সড়কে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।
সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানের মাধ্যমে বড় পাথর ও গাছপালা সরিয়ে দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করা হয়। এর ফলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং আটকা পড়া পর্যটকরা খাগড়াছড়ি ফের যাত্রা শুরু করেছেন।

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, “সেনাবাহিনী ও বিজিবি প্রাণবন্ত উদ্যমে কাজ করেছেন। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক হওয়ায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে স্বস্তি ফিরেছে।”
স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী বাহিনী পর্যটকদের নিরাপত্তা এবং জরুরি সহায়তা প্রদানে নজরদারি অব্যাহত রেখেছে। বন্যা ও পাহাড় ধসের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্টরা সতর্ক থাকার পাশাপাশি পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে।

পর্যটক ও স্থানীয়রা আশা প্রকাশ করছেন, আগামীতেও সাজেক সড়কের নিরাপদ ও স্থায়ী রক্ষণাবেক্ষণের মাধ্যমে এই প্রাকৃতিক দুর্যোগে সড়ক যোগাযোগ যেন দ্রুত পুনরায় বন্ধ না হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।