পানছড়িতে ইউপিডিএফ সন্ত্রাসীদের হামলায় দুই বাঙ্গালি যুবক আহত, মুক্তিপণ দাবির অভিযোগ

পানছড়িতে ইউপিডিএফ সন্ত্রাসীদের হামলায় দুই বাঙ্গালি যুবক আহত, মুক্তিপণ দাবির অভিযোগ

পানছড়িতে ইউপিডিএফ সন্ত্রাসীদের হামলায় দুই বাঙ্গালি যুবক আহত, মুক্তিপণ দাবির অভিযোগ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়িতে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন আঞ্চলিক সশস্ত্র গ্রুপ ইউপিডিএফের হামলায় মো. তহিন আলী ও অটোরিকশাচালক সোলাইমান আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার দুর্গম এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে খাগড়াছড়ি থেকে অটোরিকশাযোগে পানছড়ির উদ্দেশ্যে রওনা দেন মো. তহিন আলী ও চালক সোলাইমান। দুপুর আনুমানিক ১টার দিকে তারা পানছড়ি পৌঁছালে ২টার মধ্যে একদল সশস্ত্র ইউপিডিএফ সদস্য তাদের পথরোধ করে। এরপর অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারধর করা হয় দুজনকে।

স্থানীয় সূত্র জানায়, হামলার পর আহতদের জিম্মি করে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে সন্ত্রাসীরা। পরে স্থানীয় এক ব্যক্তি সাহসিকতার সঙ্গে তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠান। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার নিন্দা জানিয়ে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখা এক বিবৃতিতে দ্রুত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

এ বিষয়ে পানছড়ি থানার ওসি বলেন, “ঘটনাটি আমরা জেনেছি। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের অভিযোগ, পার্বত্য এলাকায় ইউপিডিএফ সন্ত্রাসীদের লাগাতার তৎপরতায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করার দাবি জানিয়েছে এলাকাবাসী।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।