মণিপুরে রাষ্ট্রপতি শাসন আরও ছয় মাস বাড়লো, নির্বাচিত সরকার গঠনের চাপ অব্যাহত

মণিপুরে রাষ্ট্রপতি শাসন আরও ছয় মাস বাড়লো, নির্বাচিত সরকার গঠনের চাপ অব্যাহত

মণিপুরে রাষ্ট্রপতি শাসন আরও ছয় মাস বাড়লো, নির্বাচিত সরকার গঠনের চাপ অব্যাহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মণিপুর রাজ্যে চলমান রাষ্ট্রপতি শাসনের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। আগামী ১৩ আগস্ট ২০২৫ থেকে নতুন করে এ মেয়াদ কার্যকর হবে। বৃহস্পতিবার লোকসভায় গৃহীত এক প্রস্তাবের ভিত্তিতে সংবিধানের ৩৫৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এই অনুমোদন দেন।

লোকসভায় প্রস্তাবটি উপস্থাপন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রস্তাবে বলা হয়, “এই সংসদ ফেব্রুয়ারি ১৩, ২০২৫ তারিখে জারি করা মণিপুরে রাষ্ট্রপতি শাসনের ঘোষণা ছয় মাসের জন্য বর্ধিত করার অনুমোদন প্রদান করছে, যা ১৩ আগস্ট ২০২৫ থেকে কার্যকর হবে।”

উল্লেখ্য, ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি প্রথমবারের মতো মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হয়। রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী এন. বিরেন সিং পদত্যাগ করতে বাধ্য হন। মেইতেই জনগোষ্ঠীর বিজেপি বিধায়কদের বিদ্রোহের মুখে তিনি নেতৃত্বে টিকে থাকতে ব্যর্থ হন।

রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বাড়ানোর এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে, যখন মণিপুরে ক্ষমতাসীন এনডিএ জোটের মেইতেই ও নাগা জনগোষ্ঠীর নির্বাচিত এমএলএরা নতুন করে নির্বাচিত সরকার পুনঃস্থাপনের জোর দাবি জানিয়ে আসছেন।

ভারতের সংবিধানের ৩৫৬(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি শাসন গভর্নরের কার্যালয়ের মাধ্যমে পরিচালিত হয় এবং প্রতি ছয় মাস অন্তর সংসদের অনুমোদন সাপেক্ষে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত বর্ধিত করা যেতে পারে।

মণিপুরে দীর্ঘমেয়াদি অস্থিরতা ও সম্প্রদায়গত উত্তেজনার মধ্যে কেন্দ্রীয় শাসন অব্যাহত রাখা কতটা ফলপ্রসূ হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। তবে কেন্দ্রের পক্ষ থেকে এখনো স্থায়ী রাজনৈতিক সমাধানের বিষয়ে কোনো নির্দিষ্ট রূপরেখা প্রকাশ করা হয়নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।