“বেঁচে থাকার জন্য অস্ত্রই ভরসা” — আর্মস লাইসেন্সকে আবশ্যিক বললেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত

“বেঁচে থাকার জন্য অস্ত্রই ভরসা” — আর্মস লাইসেন্সকে আবশ্যিক বললেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত

“বেঁচে থাকার জন্য অস্ত্রই ভরসা” — আর্মস লাইসেন্সকে আবশ্যিক বললেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার এক সরকারি অনুষ্ঠানে ঘোষণা দিয়েছেন যে, সম্ভাব্য ভবিষ্যৎ অস্থিরতার মুখে আদিবাসী আসামবাসীর অস্তিত্ব রক্ষায় অস্ত্রের লাইসেন্স দেওয়া অপরিহার্য হয়ে উঠেছে।

ডিব্রুগড়ের এক সরকারি সভায় মুখ্যমন্ত্রী বলেন, “আমি যে লক্ষ্য স্থির করেছি, তা অর্জনের জন্য কিছু বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে।” তিনি আদিবাসী জনগোষ্ঠীর প্রস্তুতি ও আত্মরক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, “এই জনগোষ্ঠীর অস্তিত্ব রক্ষায় অস্ত্র বহনের অধিকার থাকা উচিত।”

সংবেদনশীল এই ঘোষণার পর যখন সাংবাদিকরা প্রশ্ন তোলেন যে, এ ধরনের সিদ্ধান্ত রাজ্যে অস্থিরতা বাড়াতে পারে কি না, তখন মুখ্যমন্ত্রী বিস্ফোরক মন্তব্য করে বলেন, “আমি চাই আসামে পরিস্থিতি বিস্ফোরক হোক। একদিন আসাম সত্যিই বিস্ফোরক হয়ে উঠবে। তখন আমাদের মানুষ কীভাবে বাঁচবে যদি তারা সশস্ত্র না থাকে?”

হিমন্তর এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সমালোচকেরা বলছেন, মুখ্যমন্ত্রী নিজেই যখন সহিংসতার আশঙ্কা করছেন এবং ‘বিস্ফোরক পরিস্থিতি’র ইঙ্গিত দিচ্ছেন, তখন সরকার শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে বলেই ধরে নিতে হয়।

আসাম দীর্ঘদিন ধরেই জাতিগত টানাপোড়েন, অনুপ্রবেশ এবং স্বায়ত্তশাসন ইস্যুতে উত্তপ্ত রাজ্য হিসেবে পরিচিত। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর এমন বক্তব্য রাজনৈতিক ও সামাজিক পরিণতি ডেকে আনতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।

এদিকে, মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর থেকেই রাজ্যে অস্ত্র লাইসেন্স ইস্যুর আবেদনপত্র জমা পড়া শুরু হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। তবে, এই সিদ্ধান্ত বাস্তবায়নের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।