সিরাজগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প: ২ হাজার মানুষকে চিকিৎসা সেবা
![]()
নিউজ ডেস্ক
‘জুলাই বিপ্লব’-কে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে ১১ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চর গুদুলিতে সোমবার (২৮ জুলাই) একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
নবনির্মিত চর গুদুলি হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পে স্থানীয় প্রায় ২ হাজার মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়। মেডিসিন, গাইনী, দন্ত ও নাক-কান-গলা বিশেষজ্ঞ চিকিৎসকরা চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষদের সার্বিক স্বাস্থ্যসেবা প্রদান করেন।
চিকিৎসা নিতে আসা অনেকেই জানান, চরাঞ্চল হওয়ায় এখানে দীর্ঘদিন ধরে কোনও কার্যকর চিকিৎসা ব্যবস্থা নেই। এক বছর আগে হাসপাতাল নির্মাণ সম্পন্ন হলেও সেখানে এখনও নিয়মিত চিকিৎসা চালু হয়নি। ফলে ব্যবহার না হওয়ায় হাসপাতালের কিছু যন্ত্রপাতিও নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তারা। সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগে স্থানীয়রা কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন।
১১ পদাতিক ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশের মানুষের পাশে থাকার এবং মানবিক সহায়তা প্রদান করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মেডিকেল ক্যাম্প পরিচালনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, সেনাবাহিনীর এমন উদ্যোগ শুধু তাৎক্ষণিক চিকিৎসাসেবা নয়, বরং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির দিক থেকেও প্রত্যন্ত এলাকার মানুষের কাছে একটি বড় সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।