মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা ও মেডিকেল ক্যাম্প: ৫০০ জনকে চিকিৎসা সেবা
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বিশেষ মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) মাটিরাঙ্গা জোনের আওতাধীন তৈকাতং আর্মি ক্যাম্পের আরবারি পাড়া এলাকায় এই বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে একজন বিধবা নারীকে ৫ বান টিন, ঘাগরাপাড়া মন্দিরকে ছাউনি নির্মাণে সহায়তার জন্য ৫ বান টিন, দলদলি পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১ হাজার লিটারের একটি পানির ট্যাংকি, দলদলি পাড়া মন্দিরকে একটি হারমোনিয়াম প্রদান করা হয়।
এছাড়া ৩০ জন পাহাড়ি ও বাঙালি জনগণকে রেশন সামগ্রী বিতরণ করা হয় এবং দলদলি পাড়া ও শ্মশানটিলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন মো. মুঈদ-উল করিম চৌধুরী এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারিয়া’র নেতৃত্বে আয়োজিত মেডিকেল ক্যাম্পে প্রায় ৩০০ জন পাহাড়ি এবং ২০০ জন বাঙালিকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহীম আধহাম বলেন, “পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে। আমরা প্রত্যন্ত অঞ্চলের মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।”
এ আয়োজন স্থানীয় জনগণের মাঝে প্রশংসিত হয়েছে এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুবিধাভোগীরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।