দীঘিনালায় সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প: শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা

দীঘিনালায় সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প: শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা

দীঘিনালায় সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প: শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

জুলাই পুনর্জাগরণ উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে দীঘিনালার পোমাং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করে সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তর। চিকিৎসাসেবা কার্যক্রমে সহযোগিতা করে ৫ ফিল্ড অ্যাম্বুলেন্স ও দীঘিনালা জোন।

মেডিকেল ক্যাম্পে দীঘিনালা থানাপাড়া, পোমাং পাড়া এবং আশপাশের এলাকার শতাধিক নারী-পুরুষ ও শিশু চিকিৎসা নিতে আসেন।

চিকিৎসাসেবা প্রদান করেন ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের মেডিসিন বিশেষজ্ঞ মেজর মো. মোজাম্মেল হোসেন, গাইনী বিশেষজ্ঞ মেজর তাসমিয়া আক্তার, মেডিকেল অফিসার ক্যাপ্টেন লাবনী জামান এবং দীঘিনালা জোনের রেজিডেন্ট মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. রাকিবুল ইসলাম রনি।

বিভিন্ন সাধারণ ও বিশেষ রোগের চিকিৎসা ছাড়াও রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

স্থানীয় জনগণ সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় এমন চিকিৎসা সেবা তাদের জন্য অত্যন্ত সহায়ক এবং প্রশংসনীয়। সেনাবাহিনীর এমন মানবিক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।