হবিগঞ্জ সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ৭০ লাখ টাকার চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ
 
                 
নিউজ ডেস্ক
চোরাচালান ও মাদক প্রতিরোধে সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় ৫৫ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ অভিযানে ভারতীয় পণ্য, গরু ও মাদকসহ প্রায় ৭০ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে।
সেমাবার (২৮ জুলাই) বিজিবির পক্ষ থেকে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
তিনি জানান, সীমান্ত এলাকার এক বিশেষ পরিবহন তল্লাশি করে ১৩৩৯ কেজি ভারতীয় জিরা, ৫৪০০ কেজি ফুচকা, চকলেট, বিস্কুট, আয়ুর্বেদিক ট্যাবলেট, সিগারেট, আতশবাজিসহ অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।
এছাড়া সাতছড়ি ও গুইবিল এলাকায় অভিযান চালিয়ে ২২৯টি ভারতীয় শাড়ি ও ৬টি গরু (মূল্য ২০ লাখ টাকা) এবং তেলিয়াপাড়া থেকে ৬ বোতল ভারতীয় বিয়ার জব্দ করা হয়।
জব্দকৃত সব পণ্য কাস্টমসে হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা। তিনি আরও জানান, জুলাই মাসে এ পর্যন্ত ৫৫ বিজিবি ব্যাটালিয়ন এককভাবে প্রায় ৩ কোটি ৫ লাখ টাকার চোরাচালানি ও মাদকদ্রব্য জব্দ করেছে।
এদিকে সীমান্ত এলাকায় হঠাৎ করে দামি গাড়িতে অপরিচিত ব্যক্তিদের চলাচল বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তারা জানান, এই ব্যক্তিরা কোথা থেকে আসে, কী করে—এসব বিষয়ে কোনো তথ্য নেই আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে।
তাদের মতে, সীমান্তের প্রধান সড়কগুলোতে নিয়মিত তল্লাশি, চেকপোস্ট বসানো এবং নজরদারি বাড়ালে চোরাচালান ও মাদক পাচার কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব।
সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সতর্ক এবং অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, “চোরাচালান ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
