মিজোরামে আসাম রাইফেলসের অভিযানে ৪০ কোটি টাকার মাদকদ্রব্য জব্দ

মিজোরামে আসাম রাইফেলসের অভিযানে ৪০ কোটি টাকার মাদকদ্রব্য জব্দ

মিজোরামে আসাম রাইফেলসের অভিযানে ৪০ কোটির মাদকদ্রব্য জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মিজোরাম রাজ্যের মেলবুক এলাকায় চালানো একটি বড় ধরনের মাদকবিরোধী অভিযানে প্রায় ৪০ কোটি টাকার মাদকদ্রব্য জব্দ করেছে আসাম রাইফেলস। গত শনিবার  (২৬ জুলাই ২০২৫) মিজোরাম-মিজো-মিয়ানমার সীমান্তের জোখাওথার সংলগ্ন মেলবুক এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে ১.০৪১ কেজি হেরোইন (Heroin No. 4) এবং ৯.৩৮১ কেজি মেথামফেটামিন (Yaba) ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য ভারতীয় টাকায় আনুমানিক ৪০ কোটি ৫ লাখ টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)-এর কাছে হস্তান্তর করা হয়েছে।

আসাম রাইফেলসের পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে নিয়মিত নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, মিয়ানমার সীমান্তঘেঁষা মিজোরাম রাজ্য দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মাদক চোরাচালানের একটি সক্রিয় রুট হিসেবে পরিচিত। সীমান্তের অপর পার থেকে নিয়মিতভাবে হেরোইন, ইয়াবা ও আইস জাতীয় মাদক পাচারের অভিযোগ রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের অভিযান সীমান্তে মাদক চোরাচালান রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed