‘জুলাই পুনর্জাগরণ ২০২৫’: রাজধানীসহ বিভিন্ন জেলায় সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা সেবা (ছবিঘর)

‘জুলাই পুনর্জাগরণ ২০২৫’: রাজধানীসহ বিভিন্ন জেলায় সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা সেবা (ছবিঘর)

‘জুলাই পুনর্জাগরণ ২০২৫’: রাজধানীসহ বিভিন্ন জেলায় সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা সেবা (ছবিঘর)
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা – ২০২৫’-এর অংশ হিসেবে সোমবার রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে অসহায় ও দুস্থ মানুষদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সেনাবাহিনীর ব্যবস্থাপনায় আয়োজিত এসব ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম দিনব্যাপী কয়েক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করে। রোগীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছিলেন শিশু, নারী ও প্রবীণ নাগরিক।

এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সেনাবাহিনীর সদস্যরা পেশাদারিত্ব ও মানবিকতা নিয়ে কাজ করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সেনাবাহিনী প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

May be an image of 15 people, people studying, dais and text

May be an image of 14 people, slow loris, dais and text

May be an image of 22 people and text

May be an image of 16 people, hospital and text

May be an image of 16 people, hospital and text

May be an image of 11 people, people studying, clothes iron and text

May be an image of 19 people, slow loris, hospital and text that says "ว のごなか জুলাই পুন্ষানরণ উপলক্ষ্যে ফ্র মেডিক্যাল ক্যাম্পেইন 수경으 ০২৫ E 内 ঘাটাইল অঞ্চল"

May be an image of 11 people, hospital, dais and text

May be an image of 15 people, hospital and text that says "জুলাই পু্র্জাগরণ উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বিনামূলে সাদ্পে ডিভিস ডিভিশ আর্থাপেড়িক বিশেমট্ধ কুমিল্লা অপ্কেল অঞ্ল মেভিসন বিশেমল্ জুলাই পুনর্জাগরণ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী করতক বিনামূলোয চিকিৎসা সেবো পপতির জুলাই পুনর্জগরণ উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা মেতিকেল ভাহিীসার মেনিকেন আহিসার"

May be an image of 12 people, people studying, table and text that says "周可場 যশোর গার অঞ্চল CMH"

May be an image of 19 people, hospital and text

You may have missed