‘জুলাই পুনর্জাগরণ ২০২৫’: রাজধানীসহ বিভিন্ন জেলায় সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা সেবা (ছবিঘর)
![]()
নিউজ ডেস্ক
‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা – ২০২৫’-এর অংশ হিসেবে সোমবার রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে অসহায় ও দুস্থ মানুষদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সেনাবাহিনীর ব্যবস্থাপনায় আয়োজিত এসব ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম দিনব্যাপী কয়েক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করে। রোগীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছিলেন শিশু, নারী ও প্রবীণ নাগরিক।
এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সেনাবাহিনীর সদস্যরা পেশাদারিত্ব ও মানবিকতা নিয়ে কাজ করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সেনাবাহিনী প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।










