মানিকছড়িতে পৃথক সেনা অভিযানে ইয়াবা ও বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার, আটক ১

মানিকছড়িতে পৃথক সেনা অভিযানে ইয়াবা ও বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার, আটক ১

মানিকছড়িতে পৃথক সেনা অভিযানে ইয়াবা ও বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার, আটক ১
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মাদকবিরোধী পৃথক দুটি অভিযানে ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫২ লিটার চোলাই মদ উদ্ধার করেছে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি আভিযানিক দল। এ সময় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সেনা সূত্র জানায়, গত বুধবার (৩০ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ি উপজেলার উত্তর গাড়ীটানা এলাকায় অভিযান চালিয়ে সেনাসদস্যরা স্যালাইনের প্যাকেটে মোড়ানো অবস্থায় ১৫২ লিটার চোলাই মদ জব্দ করে। অভিযানে স্থানীয় চিহ্নিত চোলাই মদ ব্যবসায়ী বান্দিরাম ত্রিপুরা (৪৪)-কে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এসব মদ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে প্যাকেটজাত করা হয়েছিল।

এর আগে, একইদিন বিকেল ৩টা ৩০ মিনিটে উপজেলার তিনটহরী হেডকোয়ার্টার এলাকায় ইয়াবা বিক্রির গোপন খবরে অপর একটি অভিযান চালানো হয়। এ সময় ২৩০ পিস ইয়াবা উদ্ধার করা হলেও অভিযুক্ত মাদক ব্যবসায়ী পালিয়ে যায় বলে জানিয়েছে সেনাসদস্যরা।

পরে আটককৃত ব্যক্তি এবং জব্দ মাদকদ্রব্য মানিকছড়ি থানার পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল সংবাদটি নিশ্চিত করে জানান, “আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং জব্দকৃত মাদক ধ্বংস ও প্রক্রিয়াগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য অঞ্চলে অবৈধ মাদক চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী দৃঢ় প্রতিজ্ঞ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।