চুয়াডাঙ্গার দামুড়হুদায় সেনাবাহিনীর অভিযানে পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সেনাবাহিনীর অভিযানে পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সেনাবাহিনীর অভিযানে পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দশমী ব্রিজপাড়া এলাকায় বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড গুলিসহ সাইদুর রহমান (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সেনা সূত্রে জানা গেছে, ভোররাতের অভিযানে সেনাবাহিনীর একটি দল সাইদুর রহমানকে তার অবস্থান থেকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি বিদেশি তৈরি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১৫ রাউন্ড গুলি এবং দুটি বাটন ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারের পর সাইদুর রহমানকে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, “সেনাবাহিনী অস্ত্রসহ এক ব্যক্তিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে।”

আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, এই ধরনের অভিযান নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে এবং অবৈধ অস্ত্রের বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সেনা কর্তৃপক্ষ জানিয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।