ত্রিপুরায় পুলিশ ও বিএসএফের অভিযানে বিলাসবহুল গাড়ি থেকে কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩
![]()
নিউজ ডেস্ক
গোপন সংবাদের ভিত্তিতে ত্রিপুরা পুলিশ ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর যৌথ অভিযানে এক বিলাসবহুল গাড়ি থেকে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদকগুলোর বাজারমূল্য আনুমানিক ১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা)। অভিযানে তিনজন বহিরাগত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোররাতে ত্রিপুরার সিপাহিজলা জেলার জাতরাপুর থানার আওতাধীন বাঁশপুকুর পঞ্চায়েত এলাকার মোহররম আলী স্কুল মাঠে দাঁড়ানো একটি নম্বরবিহীন বিলাসবহুল লাল রঙের গাড়িতে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পার্শ্ববর্তী একটি ঘরে লুকিয়ে পড়ে। পরে তল্লাশি চালিয়ে সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলেন—সরফরাজ আহমেদ, ইউবার আহমেদ এবং নাজরুল ইসলাম। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে মাদকের উৎস ও পাচার চক্র সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
অভিযানটি নেতৃত্ব দেন জাতরাপুর থানার সদ্য নিয়োগপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিতি কান্ত ভরদ্বাজ। তাকে সহায়তা করেন এসআই বিজয় চক্রবর্তী, অমর দেববর্মা, প্রীতম দত্ত, রুমি আখতারসহ একাধিক কনস্টেবল। বিএসএফের শালপুকুর ক্যাম্প থেকে সহায়তা প্রদান করা হয়।
পুলিশ জানায়, জব্দকৃত গাড়িটির কোনো বৈধ কাগজপত্র নেই এবং এটি একটি বৃহত্তর মাদক চক্রের সঙ্গে যুক্ত কিনা, সে বিষয়ে তদন্ত চলছে। মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয় বাসিন্দারা পুলিশ ও বিএসএফের এই তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, ওসি ভরদ্বাজের নেতৃত্বে এই অভিযান জেলা মাদক বিরোধী কার্যক্রমে একটি উল্লেখযোগ্য সাফল্য।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।