মায়ানমারে সামরিক জান্তার বিমান হামলায় রুবি খনি শহরে নিহত ১৩
 
                 
নিউজ ডেস্ক
মায়ানমারে সামরিক জান্তার বিমান হামলায় দেশটির মধ্যাঞ্চলের রুবিখনি এলাকা মোগকে অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) সকালে সংঘটিত এই হামলার খবর নিশ্চিত করেছে স্থানীয় বাসিন্দারা এবং বিরোধী গেরিলা গোষ্ঠী তাং ন্যাশনাল লিবারেশন আর্মি (TNLA)।
স্থানীয় সময় সকাল ৮টার দিকে জনবহুল এলাকায় চালানো হয় এই বিমান হামলা। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় রাস্তায় সাধারণ মানুষ চলাফেরা করছিলেন। নিহতদের মধ্যে একজন বৌদ্ধ ভিক্ষু, এক বাবা ও তাঁর ছেলে এবং একটি গাড়ির চালকসহ আরো কয়েকজন রয়েছে। এ ছাড়া ঘটনায় ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে জান্তা সরকারের বিরুদ্ধে গেরিলা বাহিনী ও জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্মিলিত প্রতিরোধ শুরু হয়। ২০২৩ সালের শেষদিক থেকে এই গোষ্ঠীগুলো সংগঠিত হয়ে জান্তার নিয়ন্ত্রিত এলাকা দখলে নিতে শুরু করে। মোগক শহর, যা রুবি ও খনিজ খনির জন্য বিখ্যাত, বর্তমানে বিদ্রোহীদের দখলে রয়েছে।
জাতিসংঘের তথ্য মতে, মায়ানমারের মূল্যবান খনিজ সম্পদ—বিশেষ করে রুবি, জেড ও সোনা—এই সংঘাতকে আরও জটিল করে তুলেছে। খনিজ বিক্রি করে প্রতিপক্ষরা অস্ত্র ও রসদের জোগান দিচ্ছে। চীন এই খনির প্রধান বাজার হওয়ায় আন্তর্জাতিক উদ্বেগও বাড়ছে।
সম্প্রতি মায়ানমার সেনাবাহিনী দেশজুড়ে বাধ্যতামূলক সেনা নিয়োগ শুরু করেছে। এরই ধারাবাহিকতায় কিছু এলাকা পুনর্দখল করলেও বেসামরিক মৃত্যুর সংখ্যা বাড়ছে। জুন মাসে দেশটির সোনার খনি শহর থাবেইক্যিন পুনর্দখল করে সেনাবাহিনী।
অন্যদিকে জান্তা সরকার গত সপ্তাহে জরুরি অবস্থা প্রত্যাহার করে ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। তবে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি এখনো কারাবন্দি থাকায় বিরোধীরা এই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। জাতিসংঘের একজন বিশেষ দূত এই নির্বাচনী উদ্যোগকে ‘প্রতারণামূলক’ উল্লেখ করেছেন।
প্রসঙ্গত, মায়ানমারে চলমান গৃহযুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে, যেখানে রাজনৈতিক সমাধানের লক্ষ্যে আঞ্চলিক বা আন্তর্জাতিক উদ্যোগের কার্যকরতা এখনও প্রশ্নবিদ্ধ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
