ভারতের শ্রীনগর বিমানবন্দরে স্পাইসজেট কর্মীদের মারধর সেনা কর্মকর্তার
 
                 
নিউজ ডেস্ক
ভারতের শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে স্পাইসজেটের কয়েকজন কর্মীর ওপর দেশটির এক সেনা কর্মকর্তার বর্বর মারধরের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও ভিডিওটি আজ রোববার (৩ আগস্ট) ছড়িয়ে পড়েছে, ঘটনাটি ঘটে গত ২৬ জুলাই।
ঘটনার সূত্রপাত হয় নির্ধারিত ওজনের চেয়ে অতিরিক্ত ভারী ব্যাগ বহনকে কেন্দ্র করে। এনডিটিভি জানিয়েছে, দিল্লিগামী স্পাইসজেট ফ্লাইট এসজি-৩৮৬-এ বোর্ডিংয়ের সময় ওই সেনা কর্মকর্তা দুটি ক্যাবিন ব্যাগ নিয়ে আসেন, যেগুলোর ওজন ছিল মোট ১৬ কেজি—যা অনুমোদিত ৭ কেজির দ্বিগুণেরও বেশি। বিমান সংস্থার কর্মীরা তাকে অতিরিক্ত ওজনের জন্য চার্জ দিতে বললে তিনি তা দিতে অস্বীকৃতি জানান।
স্পাইসজেটের বিবৃতিতে বলা হয়েছে, যাত্রীদের নিয়ম বুঝিয়ে বলার পরও ওই সেনা কর্মকর্তা জোর করে এরোব্রিজে প্রবেশ করেন, যা বিমানবন্দরের নিরাপত্তা প্রটোকলের লঙ্ঘন। পরে সিআইএসএফ-এর নিরাপত্তাকর্মীরা তাকে বাধা দিয়ে বোর্ডিং গেটে ফিরিয়ে আনলে সেখানে শুরু হয় বিশৃঙ্খলা।
বিমান সংস্থা জানিয়েছে, উত্তেজনার এক পর্যায়ে ওই সেনা কর্মকর্তা স্পাইসজেটের অন্তত চার কর্মীর ওপর শারীরিক হামলা চালান। একজন কর্মীর মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগে, আরেকজনের নাক ফেটে যায়। আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার পর স্পাইসজেট থানায় একটি এফআইআর দায়ের করেছে এবং সিসিটিভি ফুটেজ তদন্তকারীদের সরবরাহ করেছে। একইসঙ্গে, ভারতের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
তবে এখন পর্যন্ত দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা সেনাবাহিনী থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। অভিযুক্ত সেনা কর্মকর্তার নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, ভারতের বিমানবন্দরগুলোতে সেনা সদস্যদের সঙ্গে সাধারণ যাত্রীদের বিভিন্ন সময় উত্তেজনার ঘটনা ঘটলেও, প্রকাশ্যে বিমান সংস্থার কর্মীদের মারধরের এমন নজির সাম্প্রতিক সময়ে বিরল। বিষয়টি নিয়ে দেশজুড়ে ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
