হিন্দু সাধুর ছদ্মবেশে বাংলাদেশি 'মোস্ট ওয়ান্টেড' অপরাধী আটক, দাবি ভারতের এসটিএফের

হিন্দু সাধুর ছদ্মবেশে বাংলাদেশি ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধী আটক, দাবি ভারতের এসটিএফের

হিন্দু সাধুর ছদ্মবেশে বাংলাদেশি 'মোস্ট ওয়ান্টেড' অপরাধী আটক, দাবি ভারতের এসটিএফের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশের কথিত এক দাগি অপরাধীকে হিন্দু সাধুর ছদ্মবেশে পশ্চিমবঙ্গের নদীয়া জেলা থেকে আটক করার দাবি করেছে ভারতের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। হাশেম আলি মল্লিক নামের ওই ব্যক্তিকে রবিবার সকালে জেলার তেহট্ট থানার বালিউরা পূর্ব পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে এসটিএফ।

ভারতীয় বাহিনীর দাবি, হাশেম আলি মল্লিক বাংলাদেশের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকাভুক্ত একজন অভিযুক্ত। তার বিরুদ্ধে একাধিক ভয়াবহ অপরাধের অভিযোগ রয়েছে এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশ পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি ভারতে পালিয়ে ছিলেন। নদীয়ার তেহট্ট এলাকায় তিনি হিন্দু সাধুর ছদ্মবেশে গা ঢাকা দিয়ে ছিলেন বলে জানানো হয়।

এসটিএফ বলছে, সাম্প্রতিক সময়ে কিছু নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয় এবং তাকে আটক করা হয়। গ্রেফতারের পর হাশেম আলি মল্লিককে আদালতে হাজির করার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে পশ্চিমবঙ্গ পুলিশ।

তবে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো পর্যন্ত এই গ্রেফতার নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে বাংলাদেশের দাগি অপরাধীদের আশ্রয় নেওয়ার অভিযোগ মাঝে মাঝেই উঠে আসে, তবে এই ঘটনা নিয়ে দুই দেশের নিরাপত্তা সংস্থার মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।