সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশিদের মৃত্যুতে সেনাবাহিনীর গভীর শোক
![]()
নিউজ ডেস্ক
সাবেক সেনাপ্রধান, বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশিদ, বিপি, আরসিডিএস, পিএসসি এর মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনী গভীর শোক প্রকাশ করেছে। তাঁর প্রতি জানানো হয়েছে শ্রদ্ধাঞ্জলি এবং তাঁর পরিবারের প্রতি প্রকাশ করা হয়েছে আন্তরিক সমবেদনা।
সোমবার দুপুরে চট্টগ্রাম ক্লাবের আবাসিক কক্ষ থেকে সাবেক সেনাপ্রধানের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

বাংলাদেশ সেনাবাহিনী এক শোকবার্তায় জানায়, “বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল এম হারুন-অর-রশিদ, বিপি, আরসিডিএস, পিএসসি (অব.) এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। জাতির এই শ্রেষ্ঠ সন্তানের প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা। তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”
প্রসঙ্গত, এম হারুন-অর-রশিদ ১৯৪৮ সালে চট্টগ্রামের হাটহাজারীতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বীর প্রতীক খেতাবে ভূষিত। পেশাগত জীবনে তিনি শুধু সেনাপ্রধানই নন, একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন উল্লেখযোগ্য।
উল্লেখ্য, তাঁর মৃত্যুতে সামরিক ও বেসামরিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।