পার্বত্য ভূমি কমিশন সংশোধনের দাবিতে বান্দরবানে প্রধানমন্ত্রী বরাবরে পার্বত্য নাগরিক পরিষদের স্মারকলিপি প্রদান - Southeast Asia Journal

পার্বত্য ভূমি কমিশন সংশোধনের দাবিতে বান্দরবানে প্রধানমন্ত্রী বরাবরে পার্বত্য নাগরিক পরিষদের স্মারকলিপি প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১ ও সংশোধনী আইন ২০১৬ এর অধীনে শুনানী বন্ধ করে সমান সংখ্যক প্রতিনিধি নিশ্চিত সহ অবিলম্বে আইন সংশোধনের দাবীতে পূর্বঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বান্দরবান জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দ।

২৩ ডিসেম্বর সোমবার সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা স্মারকলিপিতে বলা হয়, “পার্বত্য শান্তি চুক্তিতে এমন কিছু ধারা আছে, যা বাতিল না করলে চট্টগ্রামের ৩০ ভাগ জমিতে এখানে বসবাসরত বাঙালি জনগোষ্ঠীর বসতভিটার পাশাপাশি রিজার্ভ ফরেস্ট, সরকারি শিল্প কারখানা, সেনানিবাস, বিজিবি, পুলিশ ব্যারাক, ডিসি অফিস, এসপি অফিস’র ভূমি অফিস, আদালত সহ সকল প্রকার সরকারি প্রতিষ্ঠানের জন্য ভূমি বন্দোবস্ত অবৈধ প্রমাণিত হবে। এমতাবস্থায় পার্বত্য ভূমি কমিশন আইন সংশোধন করে উক্ত কমিশনের জনসংখ্যা অনুপাতে পাহাড়ের সকল জনগোষ্ঠীর প্রতিনিধির উপস্থিতি ও বিতর্কিত ধারাগুলো সংশোধনের দাবি জানান নেতৃবৃন্দ।

জেলা প্রশাসকের কার্যালয় স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের নেতা কাজী মোহাম্মদ মুজিবুর রহমান, ক্যাপ্টেন (অব:) তারু মিয়া, এ্যাডভোকেট কাজী নাছিমুল আলম, নাসির উদ্দিন, মোঃ মিজান উদ্দিন, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর শামসুল ইসলাম শামু, নারী কাউন্সিলর রাহিমা বেগমসহ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন নিয়ে পাহাড়ে বসবাসরত সাধারণ মানুষ শঙ্কিত। এই আইনে পাহাড় থেকে কোন বাঙ্গালি প্রতিনিধি না থাকায় সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে আছে এবং পার্বত্য চট্টগ্রামে বসবাসরত মানুষের সাথে আলোচনা না করে ভূমি কমিশন একপেশে কার্যক্রম চালাচ্ছে। এভাবে কমিশনের কার্যক্রম চলতে থাকলে পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করবে।