পাইশিখই মারমার উপর হামলার নিন্দা জানালো পিসিসিপি, সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম বৌদ্ধ বিহারে প্রার্থনায় গেলে ব্লগার পাইশিখই মারমা জেএসএস (সন্তু) গ্রুপের সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে। অপহরণের চেষ্টা ব্যর্থ হলে সন্ত্রাসীরা তার মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বুধবার (৬ আগস্ট) এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দেয় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। বিবৃতিতে পিসিসিপি জানায়, পাইশিখই দীর্ঘদিন ধরে পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার থাকায় তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল সন্ত্রাসীরা। হামলার নেতৃত্বে ছিল জেএসএস (সন্তু) এর চিৎমরম অঞ্চলের সশস্ত্র কমান্ডার পাইপ্রু মারমা।
বিবৃতিতে পিসিসিপি’র কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক হাবীব আজম বলেন, এই হামলা প্রমাণ করে পাহাড়ে কারও বাকস্বাধীনতা নেই। যারা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেন, তারা প্রতিনিয়ত হামলার শিকার হচ্ছেন।
মানবাধিকার সংগঠনগুলোর নিরবতায় ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, শান্তিকামী মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত এই হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে।
প্রসঙ্গত, পাইশিখই মারমা খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির সাথোয়াইউ মারমার ছেলে। সোশ্যাল মিডিয়ায় পাহাড়ি সন্ত্রাসবিরোধী লেখালেখির জন্য তিনি ব্যাপক পরিচিত।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।