খাগড়াছড়িতে ১৪ পরিবারকে নগদ অর্থ ও ৫০ পরিবারকে খাদ্যসামগ্রী দিল সেনাবাহিনী
 
                 
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামে মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেই ধারাবাহিকতায় সেনাবাহিনীর খাগড়াছড়ি জোনের উদ্যোগে আজ বুধবার অসহায় ও দুঃস্থ পরিবারগুলোর মাঝে নগদ অর্থ সহায়তা ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ি জোনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই মানবিক কার্যক্রমে ১৪টি অসহায় পরিবারকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হয়। একইসঙ্গে একটি পরিবারকে স্বাবলম্বী করতে উপহার দেওয়া হয় একটি সেলাই মেশিন। এছাড়াও খাদ্য সহায়তা দেওয়া হয়েছে আরও ৫০টি পরিবারকে।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল—প্রতি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ২ কেজি আটা এবং ১ কেজি ছোলা।
উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. খাদেমুল ইসলাম এবং জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন তানজিম ফাহিম হিমেল।

জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. খাদেমুল ইসলাম বলেন, “এই এলাকার পাহাড়ি-বাঙালিদের মধ্যে সম্প্রীতির বন্ধন আগের চেয়ে অনেক দৃঢ় হয়েছে। খাগড়াছড়ি জোন সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।”
তিনি আরও বলেন, “পাহাড়ে শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নেও আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।”
মানবিক সহায়তা পেয়ে উপকারভোগীরা সেনাবাহিনীর এই উদ্যোগকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর মানবিক কার্যক্রম সাধারণ মানুষের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
