রামগড়ে বিজিবির সন্ত্রাসবিরোধী অভিযানের বিরুদ্ধে ইউপিডিএফের ধারাবাহিক অপপ্রচারে জনমনে ক্ষোভ

রামগড়ে বিজিবির সন্ত্রাসবিরোধী অভিযানের বিরুদ্ধে ইউপিডিএফের ধারাবাহিক অপপ্রচারে জনমনে ক্ষোভ

রামগড়ে বিজিবির সন্ত্রাসবিরোধী অভিযানের বিরুদ্ধে ইউপিডিএফের ধারাবাহিক অপপ্রচারে জনমনে ক্ষোভ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির রামগড় উপজেলার ১নং রামগড় ইউনিয়নের অন্তু পাড়া ও আশপাশের এলাকায় বিজিবি’র নিয়মিত ও সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যভিত্তিক সন্ত্রাসবিরোধী টহল অভিযানের বিরুদ্ধে আবারও অপপ্রচারে নেমেছে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের চুক্তি বিরোধী আঞ্চলিক উপজাতি সশস্ত্র সংগঠন ইউপিডিএফ সমর্থিত অনলাইন পোর্টাল সিএইচটি নিউজ। সন্ত্রাসীদের ঘাঁটিতে চাপ সৃষ্টি হওয়ায়, তাদের কার্যক্রম ব্যাহত হওয়ায় গত কয়েকদিন ধরেই শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট ও সাধারণ মানুষের আড়াল নিয়ে এই অপপ্রচারের ঢাল তৈরি করছে সংগঠনটি।

আজ বুধবার (৬ আগস্ট) দুপুরে অন্তু পাড়া ও বনবিহারসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে বিজিবির টহলকে কেন্দ্র করে ওই পোর্টালে আবারও বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করা হয়, যেখানে ‘জনমনে আতঙ্ক’, ‘হঠাৎ অভিযান’ ইত্যাদি ভাষা ব্যবহার করে একটি ভয়াবহ ও বানোয়াট চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

তথ্যসূত্রে জানা গেছে, সম্প্রতি ওই অঞ্চলের দুর্গম পাহাড়ে ইউপিডিএফের একটি সশস্ত্র ঘাঁটি শনাক্ত হয়, যেখান থেকে তারা দীর্ঘদিন ধরে সাধারণ জনগণের ওপর চাঁদাবাজি, ভয়ভীতি, এমনকি অপহরণের মতো অপরাধ সংঘটিত করে আসছে। গত মাসেই কাঙ্খিত চাঁদার টাকা না পেয়ে ইউপিডিএফ এক আইসক্রিম বিক্রেতাকে অপহরণ করে, যা বিজিবির তৎপরতায় পরবর্তীতে তাকে মুক্তি দিতে বাধ্য হয় সন্ত্রাসীরা।

রামগড়ে সন্ত্রাসবিরোধী অভিযান ঠেকাতেই শিক্ষার্থীদের পুঁজি করে ইউপিডিএফের অপপ্রচারের ছোবল

বিজিবির একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, অপারেশন উত্তরণ–এর আওতায় নিরাপত্তা বাহিনী সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকায় অভিযান জোরদার করে। যা সম্পূর্ণরূপে আইনগত ও প্রোটোকল মেনে পরিচালিত একটি টহল কার্যক্রম।

স্থানীয়রা জানান, সংশ্লিষ্ট এলাকায় বিদ্যালয় বা দোকানপাটে কোনো হয়রানি বা আতঙ্কের সৃষ্টি হয়নি। বরং নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে অনেকেই স্বস্তি বোধ করছেন। একাধিক গ্রামবাসী জানান, অতীতে ইউপিডিএফের কারণে এলাকায় নৈরাজ্য ও চাঁদাবাজির ঘটনা ব্যাপক হারে বেড়ে যায়, যার লাগাম টানতেই এখন অভিযান চালানো হচ্ছে।

এদিকে ইউপিডিএফ ও তাদের অপ-প্রচারমাধ্যম সিএইচটি নিউজ পরিকল্পিতভাবে “বিদ্যালয়ে অবস্থান”, “আতঙ্ক”, কিংবা “হঠাৎ অভিযান”—এই শব্দগুলো ব্যবহার করে নিজেদের অস্তিত্ব রক্ষার মরিয়া প্রচেষ্টায় লিপ্ত। তারা একটি সুনির্দিষ্ট নিরাপত্তা কার্যক্রমকে বিকৃতভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি ছড়াতে চাইছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, সন্ত্রাসবিরোধী অভিযানের বিরোধিতা মানেই জনগণের নিরাপত্তার বিরুদ্ধে অবস্থান। যারা পাহাড়ে চাঁদাবাজি, অপহরণ ও অস্ত্রের জোরে রাজত্ব কায়েমে ব্যর্থ হয়ে এখন সংবাদপত্রের পাতায় অপপ্রচারে নেমেছে—তাদের উদ্দেশ্য জনগণ বোঝে। রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী এ অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে জনগণের পাশে থাকার অঙ্গীকারেই এগিয়ে যাচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।