মণিপুরের ইম্ফালে সন্ত্রাসবাদ ও অস্ত্র চোরাচালানবিরোধী অভিযানে চারজন গ্রেপ্তার

মণিপুরের ইম্ফালে সন্ত্রাসবাদ ও অস্ত্র চোরাচালানবিরোধী অভিযানে চারজন গ্রেপ্তার

মণিপুরের ইম্ফালে সন্ত্রাসবাদ ও অস্ত্র চোরাচালানবিরোধী অভিযানে চারজন গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মণিপুর রাজ্যের ইম্ফাল ওয়েস্ট ও ইম্ফাল ইস্ট জেলায় পৃথক অভিযানে দুইজন সন্ত্রাসী ও দুইজন অস্ত্র চোরাকারবারিকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বুধবার (৬ আগস্ট) পুলিশ এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) ইম্ফাল ওয়েস্ট জেলার ফুমলৌ কেইরই মানিং এলাকায় নিজ বাসভবন থেকে কাংলেই ইয়াওল কান্না লুপ (KYKL) নামের একটি নিষিদ্ধ সংগঠনের সক্রিয় ৪১ বছর বয়সী এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। মণিপুর পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানান, ওই ব্যক্তি সংগঠনটির হয়ে নতুন সদস্য সংগ্রহের কাজে সক্রিয়ভাবে জড়িত ছিল।

একই দিন অপর এক অভিযানে ইম্ফাল ওয়েস্ট জেলার ল্যাম্পহেল এলাকায় একটি ভাড়াবাড়ি থেকে কাংলাইপাক কমিউনিস্ট পার্টি (MFL)-এর ৩৩ বছর বয়সী এক সদস্যকে আটক করা হয়। তাকে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

এর আগে সোমবার (৪ আগস্ট) ইম্ফাল ইস্ট জেলার দুটি পৃথক এলাকা থেকে দুইজন অস্ত্র চোরাকারবারিকে গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী। তাদের কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

নিরাপত্তা বাহিনী জানায়, রাজ্যজুড়ে চলমান সহিংসতা ও অস্থিরতার প্রেক্ষাপটে সন্ত্রাসবিরোধী ও অস্ত্র উদ্ধারে তল্লাশি অভিযান আরও জোরদার করা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি মণিপুরে জাতিগত সহিংসতা ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতা বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে ব্যাপক অভিযান চালিয়ে যাচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed