সেনাবাহিনী ও টার্কিশ এয়ারলাইন্সের মধ্যে চুক্তি: আন্তর্জাতিক ভ্রমণে ব্যয় সাশ্রয়ে নতুন দিগন্ত

সেনাবাহিনী ও টার্কিশ এয়ারলাইন্সের মধ্যে চুক্তি: আন্তর্জাতিক ভ্রমণে ব্যয় সাশ্রয়ে নতুন দিগন্ত

সেনাবাহিনী ও টার্কিশ এয়ারলাইন্সের মধ্যে চুক্তি: আন্তর্জাতিক ভ্রমণে ব্যয় সাশ্রয়ে নতুন দিগন্ত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনী ও তুরস্কের জাতীয় বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইন্সের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

আজ ঢাকায় অনুষ্ঠিত এই চুক্তির মাধ্যমে সেনাবাহিনীর চাকরিরত ও অবসরপ্রাপ্ত সদস্যরা বিশ্বের বিভিন্ন গন্তব্যে তুলনামূলকভাবে সুলভ মূল্যে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে যাতায়াতের সুযোগ পাবেন।

চুক্তির আওতায় সেনাসদস্যদের সরকারি ও ব্যক্তিগত কাজে ভ্রমণ আরও সাশ্রয়ী ও সহজতর হবে। এতে সরকারি অর্থের সাশ্রয়ের পাশাপাশি আন্তর্জাতিক মানসম্পন্ন স্টার এলায়েন্স-এর সুবিধাসমূহ সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে।

সেনাবাহিনী ও টার্কিশ এয়ারলাইন্সের মধ্যে চুক্তি: আন্তর্জাতিক ভ্রমণে ব্যয় সাশ্রয়ে নতুন দিগন্ত

ফলে বিদেশে দায়িত্ব পালনের সময় সেনা সদস্যদের অভিযানিক প্রস্তুতি ও ব্যক্তিগত গমনাগমনের ক্ষেত্রে এই চুক্তি সহায়ক ভূমিকা রাখবে।

প্রসঙ্গত, বাংলাদেশ ও তুরস্ক দীর্ঘদিন ধরে প্রতিরক্ষা ও কূটনৈতিক ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রেখেছে। এ ধরনের চুক্তি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার পাশাপাশি পারস্পরিক কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।