সেনা অভিযানে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেপ্তার

সেনা অভিযানে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেপ্তার

সেনা অভিযানে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কিশোর গ্যাং সদস্য নয়নসহ চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ককটেল বোমা, চাপাতি, সামুরাইসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর চারটার দিকে মোহাম্মদপুর সেনানিবাস ও ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি চৌকস দল এ অভিযান চালায়।

গ্রেপ্তার চার ব্যক্তি হলেন- মো. হৃদয় (২৬) , মো নয়ন (২০), মো. মেহেদী হোসেন (২১) ও মো. আল-আমিন (২১)।

সেনাবাহিনীর দায়িত্বশীল এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, সম্প্রতি মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় সন্ত্রাসীদের হাতে দেশীয় অস্ত্র নিয়ে শোডাউনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, চাঁদা না দেওয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে আহত করছে কয়েকজন যুবক। ঘটনার মূল হোতা ছিল নয়ন নামের এক কিশোর গ্যাং সদস্য।

তথ্যপ্রযুক্তির সহায়তায় নয়নের অবস্থান নিশ্চিত করে ভোররাতে অভিযান চালানো হয়— বলেন সেনা কর্মকর্তা।

তিনি আরো জানান, প্রথমে নয়নকে গ্রেপ্তার করা হয়। পরে নয়নের দেওয়া তথ্যের ভিত্তিতে তার তিন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় একাধিক আস্তানা তল্লাশি করে দুটি ককটেল বোমা, বেশ কয়েকটি চাপাতি, সামুরাই ও বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া চারজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে এলাকায় প্রভাব বিস্তার, ভয় দেখিয়ে চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় সেনা সূত্র। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য সহযোগীদের ধরতে আরও অভিযান চালানো হবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়। গ্রেপ্তারদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।