নিউ মার্কেটে সেনা অভিযানে ১১০০টির বেশি ধারালো অস্ত্র উদ্ধার, আটক ৯

নিউ মার্কেটে সেনা অভিযানে ১১০০টির বেশি ধারালো অস্ত্র উদ্ধার, আটক ৯

নিউ মার্কেটে সেনা অভিযানে ১১০০টির বেশি ধারালো অস্ত্র উদ্ধার, আটক ৯
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাজধানীর নিউ মার্কেট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ১০০টিরও বেশি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে সামুরাই চাপাতি ও বিভিন্ন ধরনের ধারালো ছুরি, যা সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হতো বলে জানা গেছে। এসব অস্ত্র ভাড়া ও বিক্রির পাশাপাশি কিশোর গ্যাং সদস্যদের কাছে ফ্রি হোম ডেলিভারিও দেওয়া হতো।

দিনভর অভিযান চালিয়ে তিনটি দোকান থেকে অবৈধ অস্ত্র ব্যবসায় জড়িত সন্দেহে ৯ জনকে আটক করা হয়। রাতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ এই তথ্য জানান।

নিউ মার্কেটে সেনা অভিযানে ১১০০টির বেশি ধারালো অস্ত্র উদ্ধার, আটক ৯

তিনি বলেন, সম্প্রতি ঢাকায় কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের তৎপরতা বেড়ে গেছে। গ্রেপ্তারকৃত সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, নিউ মার্কেটের কিছু দোকান থেকে এসব সামুরাই ও ধারালো অস্ত্র ভাড়া ও বিক্রি করা হয় এবং কুরিয়ারের মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হয়। দোকানের সামনের অংশে সাধারণ পণ্য বিক্রি হলেও, এসব বিপজ্জনক অস্ত্র গোপনে গুদামে মজুদ রাখা হতো।

নিউ মার্কেটে সেনা অভিযানে ১১০০টির বেশি ধারালো অস্ত্র উদ্ধার, আটক ৯

লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ আরও জানান, দুই দিনের ধারাবাহিক অভিযানে উদ্ধার হওয়া এসব অস্ত্র কোনো গৃহস্থালির কাজে ব্যবহৃত হয় না। বরং গত কয়েক মাসে একাধিক হত্যা, আহত, চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত হয়েছে। এ ছাড়া চলমান অভিযানে এখন পর্যন্ত ৩০৬টি আগ্নেয়াস্ত্র ও ৮২১৫ রাউন্ড গুলি, ৫৩৮টি ধারালো অস্ত্র উদ্ধার এবং ৮১৮ জন সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউ মার্কেটে সেনা অভিযানে ১১০০টির বেশি ধারালো অস্ত্র উদ্ধার, আটক ৯

উদ্ধারকৃত অস্ত্র গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হবে এবং ব্যবসায়ীদের সঙ্গে অপরাধীদের কোনো যোগসাজশ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। সেনাবাহিনী ব্যবসায়ী সমাজকে সতর্ক করে বলেছে, বর্তমান পরিস্থিতিতে এসব ধারালো অস্ত্র বিক্রি না করতে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজধানীতে কিশোর গ্যাংদের হাতে সামুরাই চাপাতি ও ছুরি ব্যবহার করে একাধিক অপরাধ সংঘটিত হওয়ায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।