লংগদুতে বন্যাদুর্গতদের মাঝে সেনাবাহিনীর রান্না করা খাবার বিতরণ

লংগদুতে বন্যাদুর্গতদের মাঝে সেনাবাহিনীর রান্না করা খাবার বিতরণ

লংগদুতে বন্যাদুর্গতদের মাঝে সেনাবাহিনীর রান্না করা খাবার বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটির লংগদুতে বন্যায় ক্ষতিগ্রস্ত তিন শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রবিবার (১০ আগস্ট) দুপুরে লংগদু জোনের উদ্যোগে মাইনীমুখ ফাজিল মাদ্রাসা, মাইনীমুখ মডেল উচ্চ বিদ্যালয় ও লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেওয়া ৮০ পরিবারের সদস্যদের হাতে এ খাবার তুলে দেওয়া হয়।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন লংগদু জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ, মেজর রিফাত উদ্দীন আহমদ লিওন, লে. ছিদ্দিকুর রহমান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আতিকুর রহমান এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

রান্না করা ভাত, মাছ ও ডাল পেয়ে বন্যাদুর্গতরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, প্রতিবছর বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও সেনাবাহিনীর সহযোগিতা তাদের দুর্ভোগ অনেকটা লাঘব করে। একই সঙ্গে তারা জনদুর্ভোগ কমাতে সময়মতো পানি নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান।

লে. কর্নেল মীর মোর্শেদ বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশ ও জাতির কল্যাণে কাজ করে আসছে। মানবিক সহায়তার এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed