ভারতে তিন মাসে ২০০ জনের যৌন নির্যাতনের শিকার ১২ বছরের বাংলাদেশি শিশু, গ্রেফতার ১০
![]()
নিউজ ডেস্ক
ভারতের মহারাষ্ট্র রাজ্যের পালঘর জেলায় এক ভয়াবহ মানবপাচার ও যৌন নির্যাতনের ঘটনায় শিকার হয়েছে ১২ বছর বয়সি এক বাংলাদেশি কন্যাশিশু। তার অভিযোগ, উদ্ধার হওয়ার আগে টানা তিন মাসে ২০০ জনেরও বেশি পুরুষ তাকে যৌন নির্যাতন করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও নিউজ১৮ সোমবার (১১ আগস্ট) এ খবর নিশ্চিত করেছে।
পুলিশ ও স্থানীয় প্রশাসন জানায়, মীরা-ভায়ন্দর ভাসাই-ভিরার (এমবিভিভি) পুলিশের মানবপাচারবিরোধী ইউনিট গত ২৬ জুলাই এনজিও এক্সোডাস রোড ইন্ডিয়া ফাউন্ডেশন এবং হারমনি ফাউন্ডেশনের সহযোগিতায় নাইগাঁও এলাকার একটি পতিতাবৃত্তি চক্রের আস্তানায় অভিযান চালায়। এ সময় ওই শিশুকে উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
হারমনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-সভাপতি আব্রাহাম মাথাই জানান, শিশুটি প্রথমে গুজরাটের নাদিয়াদে নিয়ে যাওয়া হয়, যেখানে তিন মাস ধরে অমানবিক নির্যাতনের শিকার হয়। স্কুলে একটি বিষয়ে ফেল করার পর বাবা-মায়ের বকুনি এড়াতে শিশুটি পরিচিত এক নারীর সঙ্গে পালিয়ে যায়। ওই নারী গোপনে তাকে ভারতে নিয়ে এসে পতিতাবৃত্তিতে বাধ্য করে।
মাথাই বলেন, “শিশুটি তার কৈশোরে পৌঁছায়নি, অথচ নিষ্ঠুর মানুষেরা তার শৈশব কেড়ে নিয়েছে। সে যেসব ব্যক্তির নাম উল্লেখ করতে পারবে, তাদের সবাইকে গ্রেফতার করতে হবে।”
পালঘর জেলার পুলিশ কমিশনার নিকেত কৌশিক জানান, পুরো নেটওয়ার্কটি ধ্বংস করতে এবং ঝুঁকিপূর্ণ শিশু-কিশোরদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিযান অব্যাহত রয়েছে। যৌন নির্যাতনে জড়িত সব অভিযুক্তকে গ্রেফতারে বিশেষ তৎপরতা চালানো হচ্ছে বলেও তিনি জানান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।