বাঘাইছড়িতে বিজিবির চেকপোস্ট ভেঙে পালানোর সময় ট্রাক থেকে পড়ে চোরাকারবারীর মৃত্যু

বাঘাইছড়িতে বিজিবির চেকপোস্ট ভেঙে পালানোর সময় ট্রাক থেকে পড়ে চোরাকারবারীর মৃত্যু

বাঘাইছড়িতে বিজিবির চেকপোস্ট ভেঙে পালানোর সময় ট্রাক থেকে পড়ে চোরাকারবারীর মৃত্যু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়িতে কোটি টাকা মূল্যের বিদেশী সিগারেট পাচারকালে বিজিবির চেকপোস্ট ভেঙে চলে যাওয়ার সময় ট্রাক থেকে পড়ে গুরুতর আহত হয়ে এক উপজাতি চোরাকারবারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম শুভ চাকমা (১৮), সে উপজেলার শিজকমুখ এলাকার ধনময় চাকমার ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (১১ আগস্ট) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে মাঝিপাড়া থেকে মারিশ্যা অভিমুখী মাটি বহনের কাজ ব্যবহৃত একটি ডাম্পার/ড্রাম ট্রাক চোরাচালানি মালামাল নিয়ে যাচ্ছে—এমন গোপন তথ্য পায় কচুছড়ি বিজিবি ক্যাম্প। পরে সড়ক নিরাপত্তা ডিউটি চেকপোস্টে ফাঁদ পেতে ট্রাকটিকে থামানোর সংকেত দেওয়া হলে চালক নির্দেশ অমান্য করে ব্যারিকেড ভেঙে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। এ সময় ব্যারিকেডেরে সাথে ধাক্কার কারণে ট্রাকের এক আরোহী রাস্তার পাশে পড়ে মাথায় গুরুতর আহত হন।

বাঘাইছড়িতে বিজিবির চেকপোস্ট ভেঙে পালানোর সময় ট্রাক থেকে পড়ে চোরাকারবারীর মৃত্যু

বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে শুভ চাকমাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানকার চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠালে ১২ আগস্ট রাত ১২টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

সূত্র আরও জানায়, ঘটনার সময় বিজিবি সদস্যরা গুরুতর আহত শুভ চাকমাকে উদ্ধার করে এ্যাম্বুলেন্সে করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর কার্যক্রম শুরু করলে স্থানীয় কিছু উগ্র যুবক এতে বাঁধা দেয়, যার কারনে আহত যুবককে হাসপাতালে পাঠাতে দেরী হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় তাকে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

হাসপাতাল ও পুলিশি আনুষ্ঠানিকতা শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।

এদিকে, ঘটনার পর মারিশ্যা ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ স্থানীয় সাংবাদিকদের নিয়ে একটি প্রেস ব্রিফিং আয়োজন করেন। তিনি জানান, চেকপোস্ট ভেঙে পালিয়ে যাওয়া ড্রাম ট্রাকটিতে পাচারের জন্য অবৈধ ভাবে ভারত থেকে নিয়ে আসা অন্তত ৯৪ লাখ টাকা মূল্যের বিদেশী সিগারেট থাকায় চোরাকারবারিদের গাড়ির গতি ছিলো সর্বোচ্চ।

ইতিমধ্যে স্থানীয় প্রশাসনকে নিয়ে চোরাকারবারি চক্রকে চিহ্নিত ও আইনের আওতায় আনার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।