রাঙামাটিতে জমি বেচাকেনা নিয়ে সম্ভাব্য সংকটের আশঙ্কা, পাজেপ চেয়ারম্যানকে পিসিসিপির আল্টিমেটাম
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার কর্তৃক মন্ত্রনালয়ে প্রেরিত এক চিঠিকে কেন্দ্র করে জমি বেচাকেনায় সম্ভাব্য সংকটের আশঙ্কা প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। সংগঠনটির নেতা-কর্মীরা আজ মঙ্গলবার (১২ আগস্ট) চেয়ারম্যানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে ওই চিঠি কিংবা প্রক্রিয়া বাতিলে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে।
গত ২৯ জুলাই চেয়ারম্যান কাজল তালুকদার পার্বত্য মন্ত্রণালয়ে প্রেরিত চিঠিতে জমি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে হেডম্যান প্রতিবেদন সংক্রান্ত নির্দেশনা চাওয়া হয়। পিসিসিপি নেতাদের আশঙ্কা, এ চিঠির ফলে বাঙালিরা জমি বেচাকেনায় হেডম্যান প্রতিবেদন পাবেন না, ফলে বিপদে পড়ে কেউ জমি বিক্রি বা ক্রয় করতে পারবেন না। এতে জমি লেনদেন কার্যত স্থবির হয়ে যাবে এবং এর পরিণতি হবে ‘অত্যন্ত ভয়াবহ’।

এদিন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, রাঙামাটি জেলা সভাপতি আলমগীর হোসেন, পৌর সভাপতি পারভেজ মোশাররফ হোসেনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ চেয়ারম্যানের দপ্তরে গিয়ে এ বিষয়ে আলোচনায় অংশ নেন।
তারা চেয়ারম্যানকে জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চিঠি সংশোধন করে বাঙালিদের জমি বেচাকেনায় কোনো জটিলতা না রাখার ব্যবস্থা নিতে হবে।
পিসিসিপি নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে অবস্থান পরিবর্তন না করলে তারা কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে জমি ক্রয়-বিক্রয়ে হেডম্যান প্রতিবেদন সংক্রান্ত বিষয়টি দীর্ঘদিন ধরেই বাঙালিদের জন্য বিতর্ক ও প্রতিবন্ধকতার কারণ হয়ে দাঁড়িয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।