অনুপ্রবেশকারীরা ভারতের তরুণ প্রজন্মের মুখের ভাত কেড়ে নিচ্ছে: মোদি

অনুপ্রবেশকারীরা ভারতের তরুণ প্রজন্মের মুখের ভাত কেড়ে নিচ্ছে: মোদি

অনুপ্রবেশকারীরা ভারতের তরুণ প্রজন্মের মুখের ভাত কেড়ে নিচ্ছে: মোদি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

অন্য দেশ থেকে অনুপ্রবেশকারীরা ভারতের তরুণ প্রজন্মের মুখের ভাত কেড়ে নিচ্ছে- বলে মন্তব্য করেছের দেশটির প্রধানমন্ত্রী নেরেন্দ্র মোদি। একই সঙ্গে দেশটিতে অবৈধ অভিবাসীদের ঠেকাতে ‘জনবিন্যাস অভিযান’ শুরু করার ঘোষণা দিয়েছেন তিনি।

শুক্রবার (১৫ আগস্ট) ভারতের ৭৯ তম স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লায় ১০৪ মিনিটের র্দীঘ ভাষণে মোদি এই ঘোষণা দেন।

তিনি বলেন, ‘আমি জাতিকে একটি উদ্বেগ, একটি চ্যালেঞ্জ সম্পর্কে সতর্ক করতে চাই। একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অধীনে, দেশের জনবিন্যাসের পরিবর্তন করা হচ্ছে। একটি নতুন সংকটের বীজ বপন করা হচ্ছে। এই অনুপ্রবেশকারীরা আমার দেশের যুবসমাজের জীবিকা কেড়ে নিচ্ছে। এই অনুপ্রবেশকারীরা আমার দেশের বোন ও কন্যাদের নিশানা করছে। এটি সহ্য করা হবে না।’

তিনি বলেন, নতুন ‘জনবিন্যাস অভিযান’-এর মাধ্যমে এই সমস্যার সমাধান করা হবে। অনুপ্রবেশকারীদের হাত থেকে দেশকে বাঁচানো হবে।

অনুপ্রবেশকারীদের নিয়ে সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের তৎপরতা বেড়েছে। বিভিন্ন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ধরপাকড় শুরু হয়েছে। অভিযোগ, অনেককে গ্রেফতার করে বাংলাদেশে পাঠিয়েও দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল এর বিরুদ্ধে সরব। কিছু দিন আগে বিতর্কের আগুনে ঘি ঢালে দিল্লি পুলিশের একটি চিঠি, যেখানে পরিযায়ী শ্রমিকদের ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করা হয়।

ভাষণে পশ্চিমবঙ্গে বা বাংলাদেশের নাম উল্লেখ না করে মোদি বলেছেন, ‘এই অনুপ্রবেশকারীরা আমাদের আদিবাসীদের জমি কেড়ে নিচ্ছে। তাদের ভুল বোঝাচ্ছে। দেশ এটা সহ্য করবে না।’

তিনি আরও বলেন, ‘সীমান্ত এলাকায় জনবিন্যাসে পরিবর্তন জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। এর মাধ্যমে সংঘর্ষের বীজ বপন হচ্ছে। অনুপ্রবেশকারীদের সামনে কোনো দেশ মাথা নত করতে পারে না। আমরা কী ভাবে করব? আমাদের পূর্বপুরুষেরা আমাদের স্বাধীনতা উপহার দিয়ে গিয়েছেন। অনুপ্রবেশকারীদের রুখে তাদের প্রতি কর্তব্য আমাদের পালন করতে হবে।’

উল্লেখ্য, সীমান্তে অনুপ্রবেশ নিয়ে দীর্ঘ দিন ধরেই সরব কেন্দ্রের বিজেপি সরকার। বিশেষ করে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে বহু মানুষ ভারতে ঢুকে পড়ছেন বলে অভিযোগ। তার পর তারা এ দেশের নাগরিক হিসাবেই থেকে যাচ্ছেন। ফলে জনসংখ্যা বেড়ে যাচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

1 thought on “অনুপ্রবেশকারীরা ভারতের তরুণ প্রজন্মের মুখের ভাত কেড়ে নিচ্ছে: মোদি

Comments are closed.

You may have missed