বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে খাল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে খাল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে খাল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় খাল থেকে একটি এসএলআর অস্ত্র ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৭ আগস্ট) বিকেলে সীমান্ত পিলার-৩১ সংলগ্ন শূন্যরেখার খাল থেকে এসব উদ্ধার করা হয়। স্থানীয় এক জেলে মাছ ধরার সময় পানির নিচে অস্ত্র দেখতে পেয়ে বিজিবিকে খবর দিলে টহল দল ঘটনাস্থলে পৌঁছে অস্ত্র ও গুলি উদ্ধার করে।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, স্থানীয় জেলের সহায়তায় সীমান্ত এলাকার খাল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, মিয়ানমার সীমান্তবর্তী এ অঞ্চলটি অস্ত্র ও মাদক পাচারের জন্য দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।