মিজোরাম সীমান্তে ২১ কোটি টাকার মেথামফেটামিন জব্দ করল আসাম রাইফেলস
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
ভারতের মিজোরাম-মিয়ানমার সীমান্তে চমফাই জেলার জোকহাওথার এলাকায় আসাম রাইফেলসের একটি দল ৬.৮৬ কিলোগ্রাম মেথামফেটামিন (৭০,৭০০টি ট্যাবলেট) জব্দ করেছে।
জব্দকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ২১ কোটি টাকা বলে জানিয়েছে সেনাবাহিনী।
আসাম রাইফেলস মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, সোমবার বুদ্ধিমত্তার সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সীমান্ত ক্রসিং পয়েন্টে অনুসন্ধান অভিযান চালানো হয়। অভিযানের সময় মাদকদ্রব্য জব্দ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এই মাদক জব্দের সঙ্গে এখন পর্যন্ত কেউ আটক হয়নি।
প্রসঙ্গত, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচারের বিরুদ্ধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।