টেকনাফে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত নিহত, ইয়াবা ও অস্ত্র উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে আনোয়ার সাদেক নামে এক রোহিঙ্গা ডাকাত নিহত হবার খবর পাওয়া গেছে। এছাড়া নিহত আনোয়ার সাদেক রোহিঙ্গাদের নিয়ে গঠিত একটি ডাকাত দলের সক্রিয় সদস্য বলেও জানা যায়। ঘটনাস্থল থেকে ৮ হাজার ইয়াবা, দেশীয় তৈরী ১টি অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে র্যাব।
গত ৩০ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাদক ব্যবসায়ী সাদেক টেকনাফ হ্নীলা ইউনিয়নের দক্ষিণ লেদা এলাকার শফি উল্লাহ পুত্র।
নিরাপত্তাবাহিনী সূত্র জানায়, সন্ধ্যায় রোহিঙ্গা ক্যাম্পে র্যাবের একটি দল মাদক বিরোধী অভিযানে গেলে অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদেরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। বেশ কিছুক্ষণ গোলাগুলির এক পর্যায়ে মাদক কারবারে জড়িত আরো ৪-৫ জন সন্ত্রাসী গুলি করতে করতে কৌশলে পালিয়ে যায়। এরপর ঐ এলাকাটি ঘিরে তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে, একই দিন বিকেলে মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে দুই র্যাব সদস্য গুলিবিদ্ধ হয়।
ঘটনার সত্যতা নিশ্চত করে র্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ জানান, মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় র্যাবের সাথে গোলাগুলিতে মাদক কারবারে জড়িত এক ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় র্যাবের দুই সদস্য গুলিবিদ্ধ হয়। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে প্রেরন করা হয়েছে।