পরিবেশ ধ্বংসের দায়ে বান্দরবানে সাবেক চেয়ারম্যান ও পরিবহন নেতার ১০ বছরের জেল!
![]()
নিউজ ডেস্ক
অবৈধ ইটভাটা স্থাপন ও ইট প্রস্তুতের দায়ে বান্দরবান সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পরিবহন নেতা আব্দুল কদ্দুছকে ১০ বছরের জেল ও ১৭ লক্ষ টাকা জরিমানা করেছেন বান্দরবান পরিবেশ অধিদপ্তর স্পেশাল ম্যাজিস্ট্রেট ও চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
গত ৩১ ডিসেম্বর মঙ্গলবার রাতে সরজমিনে পরিদর্শন পূর্বক পরিবেশ অধিদপ্তরের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আবদুল্লাহ আল মামুন এ রায় প্রদান করেন।
বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক একে এম শামিউল আলম কুরসি রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, থানচি প্রাতা পাড়া এলাকায় সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে বান্দরবান সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, বিপ্লব মারমা, মোঃ আইউব, সাবেক থানচি উপজেলা চেয়ারম্যান খামলাই যৌথভাবে অবৈধ ইটভাটা স্থাপন করে ইট প্রস্তুত করছিলেন এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বান্দরবান পরিবেশ অধিদপ্তরের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও চীফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বিশেষ অভিযান পরিচালনা করে উপস্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান ও পরিবহন নেতা আব্দুল কুদ্দুছকে পরিবেশ সংরক্ষন আইন ভঙ্গের দায়ে পরিবেশ সংরক্ষন আইন ২০১৩ এর ১৪, ১৫, ১৬, ১৮ ধারায় ১০ বছরের জেল ও ১৭ লক্ষ টাকা জরিমানা পূর্বক হাজতে প্রেরন করার নির্দেশ প্রদান করেন। এছাড়া অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
এদিকে সাজাপ্রাপ্ত আব্দুল কুদ্দুছ বান্দরবান পরিবহন সমন্বয় কমিটির সভাপতি হওয়ায় তার জেল-জরিমানার প্রতিবাদে এবং জামিন না হওয়া পর্যন্ত বান্দরবানের সকল উপজেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বান্দরবান পরিবহন মালিক সমিতি।