বান্দরবানে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় পিসিসিপির বিক্ষোভ, জড়িতদের কঠোর শাস্তির দাবি

বান্দরবানে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় পিসিসিপির বিক্ষোভ, জড়িতদের কঠোর শাস্তির দাবি

বান্দরবানে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় পিসিসিপির বিক্ষোভ, জড়িতদের কঠোর শাস্তির দাবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকাল ৩টায় বান্দরবান প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি হয়।

এতে সভাপতিত্ব করেন পিসিসিপি জেলা সভাপতি আসিফ ইকবাল এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি হাবিব আল মাহমুদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান।

বক্তারা ধর্ষণের ঘটনায় জড়িত পাঁচ আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা অভিযোগ করেন, ৫০ হাজার টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে—এ কাজে যাঁরা যুক্ত, তাঁদের বিরুদ্ধেও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

বান্দরবানে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় পিসিসিপির বিক্ষোভ, জড়িতদের কঠোর শাস্তির দাবি

বক্তারা আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত অভিযানে তিনজন আসামিকে গ্রেপ্তার করার জন্য ধন্যবাদ জানালেও, পলাতক দুই আসামিকে দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান।

মানববন্ধনে পিসিএনপি জেলা ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য মো. নাছির উদ্দিন, পৌর সেক্রেটারি এরশাদ চৌধুরীসহ ছাত্র পরিষদ ও নাগরিক পরিষদের নেতাকর্মীরা অংশ নেন।

বক্তারা বলেন, এ ধরনের ঘটনা শুধু পরিবার বা একটি জনগোষ্ঠীর জন্য নয়, পুরো সমাজের জন্য লজ্জাজনক। দ্রুত বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আরও বাড়বে।

গত ৮ আগস্ট রাতে ওই ছাত্রীকে হোস্টেল থেকে ভয়ভীতি দেখিয়ে পাশের সেগুন বাগানে নিয়ে যায় কয়েকজন যুবক। সেখানে তাকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করা হয়। পরে ভিকটিমকে হুমকি দিয়ে ছেড়ে দেওয়া হয়। ৯ আগস্ট রাতে আবারও এক আসামি হোস্টেলে ঢুকে ছাত্রীটিকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। পরে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। অন্য দুই আসামিকে ধরতে অভিযান চলছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।