আলীকদম জোনের তত্ত্বাবধানে লামায় সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন

আলীকদম জোনের তত্ত্বাবধানে লামায় সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন

আলীকদম জোনের তত্ত্বাবধানে লামায় সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলায় সেনাবাহিনীর আলীকদম জোনের তত্ত্বাবধানে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের ফাইনাল ম্যাচ।

সদর দপ্তর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবন রিজিয়নের ব্যবস্থাপনায় আজ রবিবার (২৪ আগস্ট) বিকেল ৩টায় ১২ আনসার ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনালে লামা জুনিয়র একাদশ বনাম রূপনগর একাদশ পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে। কঠোর প্রতিযোগিতার পর রূপনগর একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

আলীকদম জোনের তত্ত্বাবধানে লামায় সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজালিয়া আর্মি ক্যাম্প কমান্ডার, ১২ আনসার ব্যাটালিয়নের সার্কেল এডজুট্যান্ট, বিভাগীয় বন কর্মকর্তা এবং লামা উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় জোন উপ-অধিনায়ক মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় মানসম্পন্ন খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে কাজ করছে।

আলীকদম জোনের তত্ত্বাবধানে লামায় সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন

সেনাবাহিনী শুধু শান্তি ও নিরাপত্তারক্ষী নয়; বরং শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন ও ক্রীড়া বিকাশেও অগ্রণী ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, এ ধরনের টুর্নামেন্টের মাধ্যমে একদিন লামা উপজেলার তরুণরা জাতীয় দলের সুযোগ পাবে। খেলাধুলা সমাজে শৃঙ্খলা, ঐক্য ও সম্প্রীতি গড়ে তোলে এবং তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। এটি নেতৃত্ব, সহনশীলতা ও দলবদ্ধ চেতনা তৈরি করে, যা জাতি গঠনের জন্য অপরিহার্য।

আয়োজকদের মতে, গত ৫ আগস্ট থেকে আজ পর্যন্ত চলা এই প্রতিযোগিতা কেবল খেলাধুলার উৎকর্ষই বৃদ্ধি করেনি বরং পাহাড়ি জনপদের সামাজিক বন্ধন, সম্প্রীতি ও ঐক্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

উল্লেখ্য, এ টুর্নামেন্টে লামা উপজেলার মোট ২৪টি দল অংশগ্রহণ করে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed