রুমায় মারমা ছাত্রী ধর্ষণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বৌদ্ধ ঐক্য ফ্রন্টের

রুমায় মারমা ছাত্রী ধর্ষণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বৌদ্ধ ঐক্য ফ্রন্টের

রুমায় মারমা ছাত্রী ধর্ষণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বৌদ্ধ ঐক্য ফ্রন্টের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলার পাইন্দু হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর এক মারমা ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচার প্রক্রিয়াকে ধামাচাপা দেওয়ার সঙ্গে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট।

সোমবার (২৫ আগস্ট) বেলা ১১টায় রুমা বাজার শেডের দ্বিতীয় তলায় নতুন কমিটির পরিচিতি সভায় এ দাবি জানানো হয়। সভার আগে বর্ণাঢ্য র‌্যালি রুমা বাজার প্রদক্ষিণ করে।

পরিচিতি সভায় সভাপতিত্ব করেন রুমা উপজেলা শাখার সভাপতি বাথোয়াইচিং মারমা। প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা আহ্বায়ক নুথোয়াই চিং মার্মা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রুমা উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ এদ্রিছ মিয়া ও জেলা কমিটির সদস্য সচিব আনন্দ সেন তঞ্চঙ্গ্যা।

বক্তারা বলেন, “একজন নিরীহ স্কুলছাত্রী ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিচার যেন কোনোভাবেই ধামাচাপা না পড়ে। দোষীদের কঠিন শাস্তির পাশাপাশি বিচার প্রক্রিয়াকে ভিন্নখাতে নেয়ার চেষ্টা করলে তাতেও জড়িতদের জবাবদিহি করতে হবে।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।