সাজেকের হাদুপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে এগিয়ে এলো বিজিবি
 
                 
নিউজ ডেস্ক
সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় রাঙামাটি পার্বত্য জেলার ভারত সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম নিউলংকর এলাকায় হাদুপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নে সহায়তা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির মারিশ্যা জোন (২৭ বিজিবি)।
আজ সোমবার সকালে বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমে সহায়তার অংশ হিসেবে স্কুল কমিটির সদস্য বজেন্দ্র কারবারির হাতে ৪ বান ঢেউটিন তুলে দেন মারিশ্যা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ।
এসময় জোন অধিনায়ক বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মারিশ্যা জোন সবসময় স্থানীয়দের পাশে থেকে বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয়রা মনে করছেন, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে এ সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও অনুপ্রেরণা যোগাবে। পাশাপাশি সীমান্ত অঞ্চলে শিক্ষা বিস্তারে সেনাবাহিনীর এই উদ্যোগ প্রশংসনীয় ভূমিকা রাখবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
